এই দিন থেকেই উত্তাল হবে সমুদ্র! দীঘা বেড়াতে গেলে জেনে নিন আপডেট

Published on:

Rain Forecast In Digha Know Details

বর্ষার সময়টা কেউ বাড়িতে বসে কাটাতে চান। কেউ আবার বৃষ্টি উপভোগ করতে বেরিয়ে পড়তে চান পাহাড় কিংবা সমুদ্রে। পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্র, বর্ষায় প্রকৃতির আলাদাই রূপ ফুটে ওঠে যা অন্য মরশুমে পাবেন না। সমুদ্রপ্রেমীদের মধ্যে অনেকে যেমন এই সময় দীঘা যাওয়ার কথা ভাবছেন। এক নজরে জেনে নিন কবে থেকে বর্ষা নামতে চলেছে।

এই বছর প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন দক্ষিণ বাংলার মানুষেরা। তবে বর্ষা আসতে আর খুব বেশি দেরি নেই। আগামী ২-৩ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চললেও দক্ষিণবঙ্গ এতদিন শুষ্কই ছিল। বর্ষা প্রদেশে অন্তত ২০ দিন দেরি হল এইবার।

DIGHA

আবহাওয়া দপ্তরের বর্তমান আপডেট অনুসারে বিহার এবং উত্তর-পূর্ব ভারতের উপর নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে এখন। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প তাই হুহু করে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলো ছাড়া আর কোথাও বৃষ্টি হচ্ছে না। এই সপ্তাহের শেষে অবশ্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

অন্যদিকে দীঘার কথা বললে এখনই দীঘাতে বৃষ্টি শুরু হয়নি। দীঘা সহ পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা এখন সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়া। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। তবে দীঘাতে বৃষ্টির অনুকূলে পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষে হয়তো দীঘাতে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে।

আরও পড়ুন : মাত্র ২২৫ টাকায় রুম! এইভাবে দীঘার ট্যুর প্ল্যান করলে বেঁচে যাবে কয়েক হাজার টাকা

HILSA

আরও পড়ুন : এজেন্টদের পাল্লায় সর্বস্বান্ত হওয়ার দিন শেষ! দিঘাতে হোটেল বুকিংয়ে প্রতারিত হলে অভিযোগ জানান এইভাবে

বর্ষার মরশুম মানেই ইলিশের মরসুম। দীঘায় গেলে ইলিশ, ভেটকি, চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছ থেকে শুরু করে কাঁকড়া পাবেন ভরপুর। তাই মাছ প্রেমীরা যারা বর্ষার সময়টা ঘরে বসে থাকতে চান না তাদের জন্য রয়েছে সুখবর। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দেরি নেই মানে দীঘাতেও খুব শীঘ্রই ঝেঁপে বৃষ্টি নামবে। এখন থেকেই ভেবেচিন্তে তাই ট্যুর প্ল্যান বানিয়ে রাখুন। বর্ষা নামলেই বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে। সমুদ্র দর্শন এবং ইলিশ ভক্ষণ দুটোই হবে।