বদলে গেল একাধিক দূরপাল্লা ট্রেনের সময়সূচী! দেখুন রেলের নতুন টাইম টেবিল

Published on:

Several Express Trains Time Table Changed Check Details

ফের একবার বদলে গেল একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচী। বৃহস্পতিবারের পর শুক্রবারেও হাওড়া, কলকাতা, বিহার ভাগলপুর স্টেশনের মোট চারটি এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট সময় থেকে দেরি করে ছাড়বে। কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায়? কোন নতুন সময়ে ছাড়বে ট্রেনগুলো? দেখে নিন এক নজরে।

হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই স্পেশাল এক্সপ্রেস, ভাগলপুর আজমের সাপ্তাহিক এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের সময়সূচী বদলে গিয়েছে। এই ট্রেনগুলোর সময় পরিবর্তন হওয়ার কারণে হয়রানির সম্মুখীন হতে পারেন যাত্রীরা। তাই বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন ট্রেন ছাড়ার সঠিক সময়।

Shatabdi Express

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস শুক্রবার অর্থাৎ ২১শে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে দুপুর ২:২৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪:০৫ মিনিটে ছাড়বে। হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস বিকেল ৪:০৫ মিনিটের পরিবর্তে রাত ১১:৫৫ ছাড়বে।

অন্যদিকে কলকাতা জম্মু তাওয়াই স্পেশাল এক্সপ্রেস বৃহস্পতিবার রাজ ১১:৪৫ মিনিটের পরিবর্তে শুক্রবার রাত ২:০০ টোর সময় ছাড়বে। ভাগলপুর আজমির সাপ্তাহিক এক্সপ্রেস বৃহস্পতিবার দুপুর ১:২৫ মিনিটের পরিবর্তে ঐদিন সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ছাড়বে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীদের ট্রেন ছাড়ার সঠিক সময় জেনে যেতে হবে। নতুবা ঘন্টার পর ঘন্টা সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন : ভারতের একমাত্র ট্রেন যাতে নেই কোনও টিটি, লাগে না কোনও টিকিটও

Western Railway zone

আরও পড়ুন : আগস্ট মাস থেকে বাতিল ১৫ বছরের পুরনো সব বাস! ব্যাপক ভোগান্তির আশঙ্কা

রেলের তরফ থেকে জানানো হয়েছে ডাউন লাইনে ট্রেন আসতে দেরি হওয়ার কারণে এই ৪ এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। ট্রেন আসতে দেরি হওয়ার কারণে হাওড়া থেকে একই রুটে এক্সপ্রেস ট্রেনগুলোকে ছাড়া যাবে না। আচমকা ট্রেনের সময়সূচী পরিবর্তন হওয়াতে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।