ভারতের সবথেকে শীতলতম জায়গা কোনটি? ৯৯% মানুষ জানেন না

Published on:

Which One Is The Coldest City In India

আষাঢ় মাস শুরু হয়ে গিয়েছে। খাতায়-কলমে বর্ষার মরসুম প্রায় এসে গিয়েছে। কিন্তু এখনো গরম ভাব কাটছে না কিছুতেই। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও তাপমাত্রা এখন ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপর। কোথাও তো আবার ৪৮ ডিগ্রী সেলসিয়াস ছুঁয়ে ফেলছে তাপমাত্রার পারদ। গোটা ভারতেরও একই অবস্থা। তবে জানেন কি এই চরম গরমের সময়ও ভারতের একটি শহরের তাপমাত্রা মাত্র ১৬ ডিগ্রী সেলসিয়াস? জানেন সেই শহরের নাম?

প্রচন্ড গরমে যদি ঠান্ডার দেশে যেতেই হয় তাহলে ঘুরে আসুন ভারতের সবথেকে শীতলতম শহর থেকে। এই জায়গা জোজিলা এবং কারগিলের মধ্যে অবস্থিত। একে লাদাখের প্রবেশদ্বার বলা হয়। প্রবল গরমের সময়ও এখানে আপনাকে সোয়েটার পরতেই হবে। সেই জায়গার নাম লেহ-লাদাখের দ্রাস শহর। জুন মাসে এখানকার তাপমাত্রা থাকে ১৬ ডিগ্রী সেলসিয়াস। এখানে প্রবল গরম বলতে গেলে পড়েই না। গরমের সময় এখানকার আবহাওয়া খুবই আরামদায়ক থাকে।

DRAS

সমগ্র উত্তর ভারত যেখানে প্রচন্ড গরমে রীতিমতো জ্বলছে আর একটু বৃষ্টির অপেক্ষায় চাতকের মত হয়ে রয়েছে সেই জায়গায় লেহ-লাদাখের মানুষেরা রাতেও কম্বল নিয়ে ঘুমোচ্ছেন। ভাবতেই কেমন অবাক লাগে তাই না? যদি এই গরমে কোনও ঠান্ডা জায়গাতে বেড়ানোর চিন্তাভাবনা থাকে তাহলে লেহ-লাদাখ রাখতেই পারেন পছন্দের লিস্টে।

এই গরমের সময় এখানকার তাপমাত্রা ৫ থেকে ১৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে। গরমের সময়ও এখানে বরফ পড়ে। লেহ-লাদাখের কারগিল জেলার অন্তর্গত দ্রাস নামক শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ১০ ডিগ্রী সেলসিয়াসেরও কম। কীভাবে পৌঁছবেন এখানে? জেনে নিন।

DRAS

কীভাবে যাবেন?

যদি বিমান পথে পৌঁছাতে চান তাহলে লেহ বিমানবন্দরে নামতে হবে। এখান থেকে ২১৫ কিলোমিটার দূরে অবস্থিত দ্রাস শহর। আর যদি শ্রীনগর বিমানবন্দরে নামেন তাহলে ২২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে দ্রাসে পৌঁছানোর জন্য। ট্রেন পথে গেলে জম্মুর তাউই স্টেশনে নামতে হবে। কারগিল পর্যন্ত পৌঁছলে সেখান থেকে বাসে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় দ্রাসে পৌঁছানোর জন্য। এন এইচ ওয়ান জাতীয় সড়ক ধরে এখানে পৌঁছানো যায়।

আরও পড়ুন : কাশ্মীর যাওয়ার আদর্শ সময় কোনটা? কখন গেলে বরফ পাবেন?

DRAS

আরও পড়ুন : জম্বু-কাশ্মীরের বিশ্ব বিখ্যাত ১০ মন্দির, যেখানে সারা বছরই লেগে থাকে তীর্থযাত্রীদের ভিড়

কোথায় থাকবেন?

এখানে হোটেলের দেখা মিলবে না। থাকার জন্য কিছু গেস্ট হাউজ পাবেন। তবে কার্গিলের বেশ কিছু ৩, ৪ তারার হোটেল পাবেন। কারগিল থেকে দ্রাসের দূরত্ব ১ ঘণ্টা ৩০ মিনিটের।