পায়ে হেঁটে ঘুরে দেখুন কলকাতা! কোথায় কোথায় যাবেন? কী কী দেখবেন?

Published on:

A Short One Day Walking Trip To Kolkata

‘তুমিও হেঁটে দেখো কলকাতা…’, সত্যিই হেঁটে কলকাতা শহর ঘুরে দেখার মজাটাই আলাদা। এই শহরের আনাচে-কানাচে রয়েছে অনেক ঐতিহ্যবাহী জায়গা। দেশ-বিদেশ থেকে বহু মানুষ কলকাতায় আসেন বিভিন্ন স্বার্থে। যারা শুধুই কলকাতা শহর ঘুরে দেখার জন্য আসেন তারা শুধু ভিক্টোরিয়া, গড়ের মাঠ, জাদুঘর, চিড়িয়াখানা কিংবা তারামণ্ডল দেখেন। কিন্তু এগুলো ছাড়াও কলকাতায় দেখার মত আরো নানা জায়গা রয়েছে। পায়ে হেঁটে কীভাবে ঘুরবেন কলকাতা? জানুন এই প্রতিবেদন থেকে।

কলকাতার প্রসিদ্ধ জায়গা হল কুমোরটুলি। অনেকে এখানে ফটোগ্রাফির জন্য আসেন। কুমোরটুলিতে গঙ্গার ঘাট রয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। নৌকা ভ্রমণের মজা নিতে পারবেন। সেখান থেকে রেললাইন পেরিয়ে ডানদিকে গেলেই দেখতে পাবেন পশুপতি পালের স্টুডিও। সেখান থেকে মাত্র দু মিনিট হাঁটলেই শ্রীরামকৃষ্ণদেবের চিকিৎসকের প্রায় ২০০ বছরের পুরনো বাড়ি এবং ডিসপেন্সারি পড়বে।

G PAUL STUDIO

সেখান থেকে বেরিয়ে রেল ক্রসিং এর উল্টোদিকে তিন মিনিট হাঁটলেই পড়বে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। এই জায়গা কুমোরটুলির বাজারের ঠিক পাশে রয়েছে। নেতাজি এখানে কিছুদিন কাটিয়েছিলেন। এখন এই বাড়ির নিচের তলায় একটি ব্যাংক রয়েছে। সেখান থেকে এক মিনিট হেঁটে এগোলেই জি পালের স্টুডিও পড়বে। এই স্টুডিওতেই প্রথম থিমের দুর্গা তৈরি হয়। এখানে যে পালের হাতে তৈরি অনেক মাটির প্রতিমা এবং বহু মনীষীর মূর্তি দেখতে পাবেন।

আরও পড়ুন : কলকাতার অজানা ৩ পর্যটন স্থান! যার খবর খোদ কলকাতাবাসীও জানে না

Dhakeswari temple

আরও পড়ুন : কলকাতার আশেপাশে উইকেন্ডে সময় কাটানোর সেরা ৪টি ঠিকানা

এরপর আরও কিছুটা এগিয়ে দু মিনিট হাঁটলেই পড়বে ঢাকেশ্বরী কালী মন্দির। ধাতুর তৈরি দুর্গা প্রতিমা রয়েছে এখানে। এই প্রতিমাকে আগে বাংলাদেশের ঢাকায় পুজো করা হতো। বাংলা ভাগের পর ঢাকা থেকে এখানে নিয়ে আসা হয় প্রতিমাকে। এক শতাব্দীরও বেশি সময় ধরে ঢাকেশ্বরী মন্দিরে মায়ের পুজো হয়ে আসছে। যদি একদিনে কলকাতা শহরের অফবিট জায়গার একাংশ ঘুরে ফেলতে চান তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন টুর প্ল্যান।