উত্তর ভারতে অনেক বরফে ঢাকা পাহাড়ি এলাকা রয়েছে। পশ্চিমবঙ্গেও রয়েছে দার্জিলিং। তবে দক্ষিণ ভারতের পাহাড় না দেখলে সত্যিই মিস করবেন। দক্ষিণে শুধু সমুদ্র নয়, এখানে একাধিক পাহাড়ি এলাকাও রয়েছে যেখানে আপনি আরামসে ঘুরতে পারবেন। আজকের এই প্রতিবেদনে রইলো এমন ৫টি হিল স্টেশনের নাম এবং ঠিকানা।
দক্ষিণ ভারতের সেরা হিল স্টেশন কোনগুলো?
তাওয়াং
অরুণাচল প্রদেশে অবস্থিত তাওয়াং। এই জায়গা এই রাজ্যের প্রশাসনিক সদর শহর। এখানে গেলে তিব্বতে বেড়াতে এসেছেন বলে ভুল হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬৬৯ মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাতে তাওয়াং মনাস্ট্রি, জশবন্ত গড়, জং জলপ্রপাত, সঙ্গেতসর হ্রদ, তাওয়াং ওয়ার মেমরিয়াল রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই।
কুনুর
তামিলনাড়ুতে অবস্থিত কুনুর একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন স্থল। উটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর। নীলগিরি পর্বতের কোলে অবস্থিত এই শহরে চা বাগান, সিম’স পার্ক, ডলফিন নোজ, পাস্তুর ইনস্টিটিউট, দ্রুগ ফোর্ট দেখতে পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা প্রকৃতিপ্রেমীদের খুবই প্রিয়।
ইদ্দুকি
কেরলের ইদ্দুকিতে চারিদিকে রয়েছে অনেক বড় বড় গাছ। এখানে পাহাড়ের উপর ৬৫০ ফুট দীর্ঘ এবং ৫৫ ফুট উঁচু খিলান বাঁধ রয়েছে। যাকে কুরভান কুর্তিও বলা হয় স্থানীয় ভাষায়। এখানে আপনি চা বাগান, অভয়ারণ্য ভ্রমণ থেকে শুরু করে পাহাড়ে ট্রেকিং করতে পারবেন। এখানকার আর্চ ড্যাম ভারতের বৃহত্তম বাঁধগুলোর মধ্যে অন্যতম।
কৌশানি
উত্তরাখণ্ডের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম কৌশানি। দিল্লি থেকে এই জায়গার দূরত্ব ৪১৭ কিলোমিটার। এখান থেকে ত্রিশূল শৃঙ্গ দর্শন করলে ভুলতে পারবেন না সারা জীবনে। সারা বছরই এখানকার আবহাওয়া খুব মনোরম থাকে। এখানে আপনি পাহাড়, হ্রদ, আশ্রম এবং মন্দির দেখে ছুটির দিনগুলো কাটাতে পারবেন।
আরও পড়ুন : বাংলার সেরা ১০টি হিল স্টেশন, পাহাড়প্রেমীরা দেখুন তালিকা
আরও পড়ুন : দক্ষিণ ভারতের এই ৬ জায়গার বর্ষা না দেখলেই চরম মিস
উটি
উটিকে দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয়। নীলগিরি পর্বতের মাঝে রেল পথ দিয়ে টয়ট্রেনে উটি পৌঁছানোর মধ্যে আলাদাই ভালোলাগা কাজ করে। এখানে নীলগিরি এবং পূর্বঘাট পর্বতমালা, চায়ের বাগান, সবুজ বনানী, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, কফির বাগান, ঝর্না, ডোডাবেতা শৃঙ্গ দেখতে পাবেন।