দক্ষিণ ভারতের সেরা ৫টি হিল স্টেশন, না গেলেই চরম মিস

শুধু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতেও রয়েছে একাধিক হিল স্টেশন। দক্ষিণের পাহাড়ি পরিবেশের মাধুর্যই আলাদা। দেখুন তালিকা।

তাওয়াং

অরুণাচল প্রদেশের তাওয়াং দেখলে যেন মনে হয় তিব্বত। এখানে দেখবেন তাওয়াং মনাস্ট্রি, জশবন্ত গড়, জং জলপ্রপাত, সঙ্গেতসর হ্রদ, তাওয়াং ওয়ার মেমরিয়াল।

কুনুর

তামিলনাড়ুর নীলগিরি পর্বতের কোলে অবস্থিত ছোট্ট পাহাড়ি শহর কুনুর। এখানে দেখবেন চা বাগান সিম’স পার্ক, ডলফিন নোজ, পাস্তুর ইনস্টিটিউট, দ্রুগ ফোর্ট।

ইদ্দুকি

কেরালার ইদ্দুকি এই রাজ্যের সেরা পর্যটন স্থলের মধ্যে অন্যতম। এখানকার খিলান বাঁধ, সবুজ পাহাড়ের উপর অভয়ারণ্য, চা বাগান, আর্চ ড্যাম দেখার পাশাপাশি পাহাড়ে ট্রেকিং করতে পারবেন।

কৌশানি

কৌশানি হলো উত্তরাখণ্ডের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এখানে ত্রিশূল শৃঙ্গের দেখা মিলবে। এখানে রয়েছে অনেক পাহাড়, হ্রদ, আশ্রম ও মন্দির।

উটি

তামিলনাড়ুর উটিকে দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয়। এখানে দেখবেন নীলগিরি এবং পূর্বঘাট পর্বতমালা, চায়ের বাগান, সবুজ বনানী, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, কফির বাগান, ঝর্না, ডোডাবেতা শৃঙ্গ।