রেল স্টেশনের কুলিদের মাইনে কত? জানলে ঘুরে যাবে মাথা

Published on:

Railway Coolie Charges In India

রেল স্টেশনে কুলিদের ভিড় আজও চোখে পড়ে। যাত্রীদের ভারী মালপত্র বয়ে রোজগার করেন তারা। অবশ্য মালপত্র পিছু কত করে ভাড়া (Coolie Charges) হবে সেটা নির্ধারণ করে দেয় ভারতীয় রেল। এতদিন সেই হিসেবেই ভাড়া নিয়ে আসছিলেন কুলিরা। দীর্ঘ প্রায় ৫ বছর পর রেলের তরফ থেকে কুলিদের বেতন বাড়ানো হল। যদিও এর ফলে অবশ্য বাড়তি খরচা হবে যাত্রীদের।

কুলিদের বেতন বৃদ্ধি করলো ভারতীয় রেল

যাত্রীদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য কুলিরা আলাদা করে কোনও মাইনে পান না রেলের তরফ থেকে। তবে জিনিস পিছু তারা কত ভাড়া নিতে পারবেন তা ঠিক করে দেয় রেল। দেশের মোট ৬৮ টি বিভাগে কুলীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। দেশের মুদ্রাস্ফীতি এবং ভারতীয় শ্রমিকদের বর্তমান আর্থিক অবস্থান খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ বছর পর ভাড়া বৃদ্ধি হওয়াতে বেশ খুশি কুলিরা।

ভারতীয় রেলের কুলিদের ভাড়া বর্তমানে কত?

  • বেতন বৃদ্ধির ফলে কুলিদের ভাড়া এক লাফে অনেকটাই বাড়লো। ৪০ কেজি ওজনের বেশি মাল বহন করার জন্য আগে তাদের ভাড়া ছিল ২৫০ টাকা। এখন তা ৯০ টাকা বেড়ে হয়েছে ৩৪০ টাকা।
  • অসুস্থ ব্যক্তিকে স্ট্রেচারে বইতে আগে তারা নিতেন ২০০ টাকা। এখন ২৭০ টাকা নেবেন।
  • হুইল চেয়ারে কোনও ব্যক্তিকে নিয়ে যাওয়া-আসার জন্য কুলিরা ১৩০ টাকা করে নিতেন আগে। ভাড়া বৃদ্ধির ফলে এবার থেকে তারা ১৮০ টাকা করে পাবেন।

কোথায় কোথায় লাগু হবে কুলিদের এই বর্ধিত ভাড়া?

আপাতত এই বর্ধিত ভাড়া কেবল দেশের A এবং A1 ক্যাটাগরির প্রধান স্টেশনগুলোতে কার্যকর হচ্ছে। দেশের প্রত্যেকটি রেল স্টেশনে এখনই এই নিয়ম কার্যকর হবে না। অন্যান্য রেল স্টেশনগুলোতে আগের ভাড়া কার্যকর থাকবে আপাতত।

আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি! বিনামূল্যে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি টুরিস্ট স্পট

ভারতীয় রেলের কুলিরা কী কী সুবিধা পান?

  • ভারত সরকার রেলকর্মীদের পাশাপাশি কুলিদের সুবিধার জন্যেও বিশেষ পদক্ষেপ নেয়। তারা নিম্নোক্ত পরিষেবাগুলো পেয়ে থাকেন।
  • বার্ষিক পাস এবং প্রিভিলেজ টিকিট অর্ডারের ক্ষেত্রে কুলি ও তার পরিবার সুযোগ-সুবিধা পান।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় স্বাস্থ্য খাতে সুবিধা পান।
  • রেল কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত স্কুলগুলোতে বিনামূল্যে পড়ার সুযোগ পায় কুলিদের সন্তানরা।
  • স্টেশনগুলোতে কুলিদের বিশ্রামের জন্য জায়গা, বিছানা, টিভি রাখার ব্যবস্থা থাকে।
  • ভারতীয় রেল কর্মীদের মতো কুলিরাও ৫ মাসের কমপ্লিমেন্টারি পাস পেয়ে থাকেন।