ভারতের এই রেল স্টেশনগুলিতে পাওয়া যায় হোটেলের মতো রুম , খরচ মাত্র ৩০-৪০ টাকা

Published on:

Indian Railways Retiring Room Service Know Details

যাত্রী সুবিধার্থে নতুন নতুন ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। এবার যেমন রেল নিয়ে এল রিটায়ারিং রুমের সুবিধা। যেখানে নামমাত্র খরচে হোটেলে থাকর মতো বিলাসবহুল সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে রিটায়ারিং রুম চালু করার বিশেষ উদ্যোগ নিয়েছে। এই সুবিধা কারা পাবেন? কীভাবে পাবেন? জেনে নিন।

উত্তর-পূর্ব রেলের তরফ থেকে গুয়াহাটি স্টেশনে রিটায়ারিং রুমের বন্দোবস্ত করা হয়েছে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ১২ টি রিটায়ারিং রুম খোলা হয়েছে। ধীরে ধীরে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ধাপে ধাপে রিটায়ারিং রুম খোলা হবে। যেখানে যাত্রীরা আরামে ও বিভিন্ন সুযোগ-সুবিধাসহ থাকার সুযোগ পাবেন। তাও আবার নামমাত্র খরচে।

IRCTC Retiring Room

রেলওয়ে রিটায়ারিং রুমে কী কী থাকবে?

রেলের এই রিটায়ারিং রুমগুলো সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত। এখানে খুবই সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা ঘর। দেওয়ালের পেইন্টিং, ঘরের ডেকোরেশন, সুসজ্জিত অ্যাটাচড বাথরুম ইত্যাদির সুবিধা যেন কোনও হোটেলের থেকে কম নয়। ৩ বছরের জন্য এই রুমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে মেসার্স ক্যাফে ডি উডল্যান্ড।

রেলওয়ে রিটায়ারিং রুমের ভাড়া কত?

আপাতত প্রত্যেকটা রুমের জন্য ১৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত জিএসটি যুক্ত হবে। এখানে আপনি খাদ্য থেকে পানীয়, ফোনের মাধ্যমে ডাক্তার, লন্ড্রি পরিষেবা, বিনামূল্যে ওয়াইফাই, ওয়াটার ডিস্পেন্সার, গাড়ি ভাড়া, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি সুবিধা পাবেন।

আরও পড়ুন : বদলে যাচ্ছে ট্রেনের স্লিপার কামরা! এবার মিলবে এইসব নতুন সুবিধা

IRCTC Retiring Room

আরও পড়ুন : বন্দে ভারতের স্লিপার কামরার বিছানা কেমন হবে? কী কী সুবিধা থাকবে?

কীভাবে রেলওয়ে রিটায়ারিং রুম বুক করবেন?

যারা রেলওয়ে রিটায়ারিং রুম বুকিং করতে চান তাদের +৯১ ৬০০৩৪৯৭১১৭ নম্বরে ফোন করে বুকিং করতে হবে। অথবা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ১ এর পশ্চিমে পানবাজার ফ্লাইওভারের কাছে রিটায়ারিং রুম রিসেপশন কাউন্টার থেকেও বুকিং করা যাবে। বুকিংয়ের সময় ফটো আইডি, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ক্রেডিট কার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংকের পাস বই ইত্যাদি যেকোনও একটি প্রয়োজন।

বর্তমানে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ভোপাল, পাটনা, লখনৌ, কানপুর, বারাণসী, ছত্রিশগড় ইত্যাদি বেশ কিছু বড় স্টেশনে রিটায়ারিং রুম রয়েছে। নূন্যতম এক ঘন্টার জন্যও রিটায়ারিং রুম বুক করা যাবে। অনেক রেল স্টেশনে ৪৮ ঘণ্টার জন্য রুম বুক করা যায়। তিন ঘন্টার জন্য নন এসি রিটায়ারিং রুম বুক করলে ৩০ থেকে ৪০ টাকা খরচ হয়।