সিকিম ঘুরতে গিয়ে আটকে পড়লে কীভাবে ফিরবেন? দেখুন বিকল্প পথের সন্ধান

Published on:

Latest Updates On North Sikkim Landslide Tourist Evacuation

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। জায়গায় জায়গায় নেমেছে ধস। হাজার হাজার পর্যটক ওখানে আটকে পড়েছিলেন। তবে ধীরে ধীরে তাদের উদ্ধার করে ফিরিয়ে আনা হচ্ছে। প্রায় ২০০০ পর্যটক নর্থ সিকিমে ঘুরতে গিয়ে আটকে পড়েছিলেন। পর্যটক এবং তাদের পরিবার-পরিজনদের অপরিসীম উদ্বেগের কথা আন্দাজ করাই যায়। যদি আপনি কিংবা আপনার পরিজন সিকিমে আটকে পড়েন তাহলে কীভাবে ফিরবেন? জেনে নিন।

প্রবল বৃষ্টির কারণে সিকিমের একাধিক রাস্তায় ধস নামে। যে কারণে সিকিমের সঙ্গে বাংলার সংযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। প্রধানত শান্তিনগরে ভূমিধসের কারণে সিংতাম থেকে গ্যাংটক রোড পর্যন্ত রাস্তা বন্ধ ছিল। তবে এই একটি রাস্তা ছাড়া সিকিম থেকে ফেরার কিন্তু আরও একাধিক রাস্তা রয়েছে। দেখে নিন এক নজরে।

Sikkim Landslide

  • ১. মঙ্গন থেকে গ্যাংটক হয়ে রাকদং-টিনটেক রাস্তাটি হালকা যানবাহনের চলাচলের জন্য খোলা।
  • ২. মঙ্গন থেকে গ্যাংটক হয়ে ফোডং রাস্তা খোলা।
  • ৩. মঙ্গন-চুংথাং হয়ে টুং নাগা রুট বন্ধ।
  • ৪.. সাংকালাং-শিপগায়ার রুট হয়ে মঙ্গন থেকে চুংথাং রাস্তা সময় সাপেক্ষে খোলা থাকবে।
    (i) চুংথাং থেকে সাংকালাং (নীচের দিকে)- সকাল ৫ টা থেকে ৮.৩০ টা এবং আবার দুপুর ২.৩০ থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত।
    (ii) সাংকালং থেকে চুংথাং (উপরের দিকে)- সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং আবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত
    (iii) জরুরী পরিষেবা শুল্কের যানবাহনগুলিকে বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷

Sikkim Landslide

  • ৫. লাচেন থেকে চুংথাং: রাস্তাটি সকাল ৭ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এবং বিকাল ৪ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত ব্যক্তিগত, আইনশৃঙ্খলা এবং জরুরি যানবাহনের জন্য খোলা থাকবে।
  • ৬. লাচেন থেকে থাঙ্গু: জিমা-১ এ অবরুদ্ধ।
  • ৭. ছাঙ্গু -গুরুডংমার খোলা।
  • ৮. চুংথাং থেকে লাচুং রাস্তা খোলা।
  • ৯. লাচুং থেকে জিরো পয়েন্ট রাস্তা খোলা।
  • ১০. মঙ্গন থেকে সিংতাম রাস্তা খোলা।

আরও পড়ুন : ১৫০০ টাকায় থাকা-খাওয়া! কালিম্পংয়ের এই গ্রামে না গেলেই চরম মিস

Sikkim Landslide

আরও পড়ুন : সিকিমে গাড়ি ভাড়া বেশি চাইলে ফোন করুন এই নম্বরে! কড়া ব্যবস্থা নেবে প্রশাসন

লাচুংয়ে আটকে পড়া ১২০০ যাত্রীকে মঙ্গলবার উদ্ধার করা গিয়েছে। এখনো বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন বলে খবর মিলেছে। পর্যটকদের নিজে থেকে সমতলে নামার চেষ্টা করতে বারণ করেছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকেই উদ্যোগ নিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চলছে।