গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কযুক্ত দেশ হলো ভারত। ভারতীয় রেল এখনো তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে চলেছে। সেই সঙ্গে দ্রুত থেকে দ্রুততম গতিবেগ সম্পন্ন নতুন নতুন ট্রেন চালানো হচ্ছে। ভারতে বেশ অনেকগুলো এক্সপ্রেস ট্রেন চলে বর্তমানে। তবে এর মধ্যে সবথেকে দ্রুতগতির ট্রেন কোনটি জানেন? আজকের এই প্রতিবেদনে রইল ভারতের সেরা ১০ দ্রুততম ট্রেনের নাম।
ভারতের সেরা ১০ দ্রুততম ট্রেনের তালিকা
এইচ নিজামউদ্দিন বান্দ্রা গরীবরথ
এই ট্রেন দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত পরিষেবা দেয়। খুব অল্প খরচে ট্রেনযাত্রার সুবিধা পান যাত্রীরা। আসন, শয্যা এবং শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। ট্রেনের গড় গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।
মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ এসি ডাবলডেকার এক্সপ্রেস
মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত পরিষেবা দেয় এই ট্রেন। ট্রেনের গড় গতিবেগ ৬৭ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। ডবল ডেকারের এই ট্রেনে অন বোর্ড এবং ই ক্যাটারিং ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য।
হাওড়া রাজধানী এক্সপ্রেস
এই ট্রেন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত পরিষেবা দেয়। ট্রেনের গড় গতিবেগ ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে ওয়াইফাই, অন বোর্ড এবং এয়ারকন্ডিশনার কামরার সুবিধা মেলে।
শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস
কলকাতা থেকে নতুন দিল্লি পর্যন্ত চলাচল করে এই ট্রেন। এই ট্রেনে প্যান্ট্রিকার, এসি কোচ, অন বোর্ড ক্যাটারিংয়ের সুবিধা পাওয়া যাবে। গড় গতিবেগ ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা।
কানপুর রিভার্স শতাব্দী এক্সপ্রেস
দিল্লি থেকে কানপুর পর্যন্ত পরিষেবা দেয় এই ট্রেন। গড় গতিবেগ থাকে ৮৭ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতিবেগ থাকে ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। স্লিপার ক্লাস, প্লাগ ইন সকেট, অন বোর্ড রিফ্রেশমেন্টের সুবিধা থাকে।
মুম্বাই নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। মুম্বাই থেকে নয়াদিল্লি পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। এল এইচ বি কোচ, অন বোর্ড ক্যাটারিং, ওয়াইফাই, প্লাগ ইন আউটলেটের সুবিধা পান যাত্রীরা।
ভোপাল নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস
সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ট্রেন। নয়া দিল্লি থেকে ভোপাল পর্যন্ত সম্পূর্ণ এসি কামরায় বসে যেতে পারবেন। এছাড়া মিলবে খাবার পরিষেবা। তবে এতে স্লিপার ক্লাস নেই।
গতিমান এক্সপ্রেস
এই ট্রেনটি সর্বোচ্চ ১৬০ কিলোমিটার বেগে ছোটে। দিল্লি থেকে আগ্রা পর্যন্ত পথ অতিক্রম করতে পারবেন বিলাসবহুল সুযোগ-সুবিধার সঙ্গে। ট্রেনে স্লাইডিং দরজা রয়েছে, রয়েছে জিপিএস, ওয়াইফাই ও বায়ো টয়লেট রয়েছে।
তেজস এক্সপ্রেস
মুম্বাই থেকে গোয়া, লখনৌ থেকে দিল্লী পর্যন্ত পরিষেবা দেবে এই ট্রেন। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৬২ কিলোমিটার প্রতি ঘন্টা ও গড় গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা।
আরও পড়ুন : ভারতের একমাত্র ট্রেন যাতে নেই কোনও টিটি, লাগে না কোনও টিকিটও
বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি অটোমেটেড ও অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন। নিউ দিল্লি থেকে কাটরা পর্যন্ত এবং আরও অন্যান্য রুটে বন্দে ভারত ট্রেন চলাচল করবে। এই সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার।
আরও পড়ুন : বন্দে ভারতের স্লিপার কামরার বিছানা কেমন হবে? কী কী সুবিধা থাকবে?
বুলেট ট্রেন
ভারতে খুব শীঘ্রই বুলেট ট্রেন চালু হবে। বুলেট ট্রেনই হবে ভারতের সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন ট্রেন। বর্তমানে জাপানে এই ট্রেন চলাচল করে। বুলেট ট্রেন চালু হলে তার গতিবেগ হবে ঘন্টায় ৩২০ কিলোমিটার।