নিত্য নৈমিত্তিক যাতায়াতের ক্ষেত্রে কম খরচে যাত্রার জন্য বাস এবং ট্রেনকেই গুরুত্ব দেন সাধারণ মানুষ। এবার সেই বাসের ভাড়াও মুকুব করে দেওয়া হল কিছু যাত্রীদের জন্য। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই রাজ্যের কিছু যাত্রীদের জন্য বিশেষ এই রায় ঘোষণা করা হয়েছে। এবার থেকে সিলিকোসিস রোগে আক্রান্ত ব্যক্তিরা বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ এই মর্মে একটি রায় দিতে গিয়ে জানিয়েছে সিলিকোসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের বাসের ভাড়া লাগবে না। শুধু তাই নয়, ওই রোগে আক্রান্ত রোগীদের সঙ্গীদেরও বাস ভাড়া দিতে হবে না। কলকাতা হাইকোর্টের এই রায়কে যুগান্তকারী বলেই মানছেন রাজ্যের মানুষ।
সিলিকোসিস হল ফুসফুসের এক প্রকারের দুরারোগ্য ব্যাধি। এই রোগ শরীরকে ভীষণ দুর্বল করে দেয়। সেই ব্যক্তি আর একা চলাফেরা করতে পারেন না পথে। তাই রোগী এবং তার সঙ্গীকেও বিনামূল্যে বাসের ভাড়ার পরিষেবার আওতায় নিয়ে আসতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। হাসপাতালে বা কোথাও চিকিৎসার প্রয়োজনে রোগী এবং তার সঙ্গী যাতায়াতের জন্য বাসে বিনামূল্যে পরিষেবা পাবেন।
কলকাতা হাইকোর্ট রাজ্যের স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য অধিকর্তার সভাপতিত্বে এই মর্মে একটি বৈঠকের নির্দেশ দিয়েছে। সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীকে চিহ্নিত করাটাই এখানে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য অধিকর্তারা। গত বছরই সিলিকোসিস আক্রান্ত রোগীদের একটি আইডেন্টিটি কার্ড দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। রাজ্য সরকার এখনো পর্যন্ত ৭৬ জনকে সেই আইডেন্টিটি কার্ড দিয়েছে।
তবে বাস্তবে সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা এই রাজ্যে অনেকটাই বেশি বলে জানা যাচ্ছে। সরকারি নথিতে তার উল্লেখ নেই বলেই দাবি করেছেন মামলাকারীদের একাংশ। এমনকি এই রোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু তাও অনেক পরিবার সেই ক্ষতিপূরণ পাননি বলে দাবি করেছেন।
আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় মিলবে ১০ লক্ষ টাকার বীমা, টিকিট বুকিংয়ের সময় করুন শুধু এই একটি কাজ
আরও পড়ুন : ভারতের একমাত্র ট্রেন যাতে নেই কোনও টিটি, লাগে না কোনও টিকিটও
রাজ্য সরকার মামলার শুনানির সময় হাইকোর্টে জানিয়েছে তারা সিলিকোসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের আইনি উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ এবং ভুক্তভোগীদের যথাসাধ্য সাহায্য এবং পুনর্বাসনের প্রক্রিয়া আবার নতুন করে খতিয়ে দেখবে। অন্যদিকে সিলিকোসিস রোগে আক্রান্ত ব্যক্তি এবং তাদের সঙ্গীদের বিনামূল্যে বাস যাত্রার নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট মানবিক পদক্ষেপ নিয়েছে বলেই দাবি করছেন সাধারণ মানুষ।