এই ৫ দেশে সবথেকে সস্তায় বিমানযাত্রা করতে পারেন ভারতীয়রা, দেখুন তালিকা

আন্তর্জাতিক বর্ডার অতিক্রম করে বিদেশে যেতে হলে বিমানপথই বেছে নেন যাত্রীরা। এতে ভাড়া বেশি লাগলেও সময় কম লাগে। জানেন কি বিমানে কোন কোন দেশে পৌঁছাতে ভারতীয়দের সবথেকে কম খরচ হয়?

নেপাল

ভারতের নতুন দিল্লি থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বিমানে যাওয়া যায়। নেপালে অনেক দর্শনীয় স্থান রয়েছে। বিমানে ট্যুর প্ল্যান করলে খরচ হবে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা।

ভিয়েতনাম

ভিয়েতনাম দেশে একাধিক ঐতিহ্যবাহী শহর রয়েছে। ভারত থেকে বহু মানুষ এখানে আসেন পর্যটনের উদ্দেশ্যে। বিমান পথে ভিয়েতনাম পৌঁছাতে ২০ হাজার টাকা খরচ হবে।

থাইল্যান্ড

থাইল্যান্ডের সমুদ্র সৈকত ও প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। এখানে ভারতীয়দের ভিসা ফ্রি এন্ট্রির অনুমতি রয়েছে। বিমান পথে থাইল্যান্ডে যেতে ২২ হাজার টাকা লাগে।

শ্রীলংকা

শ্রীলংকাও রয়েছে এই তালিকায়। পর্যটন স্থান এবং সেই সঙ্গে ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে শ্রীলংকা একটি পর্যটন উপযুক্ত দেশ। ভারত থেকে শ্রীলঙ্কাতে বিমান পথে যেতে ২১ হাজার টাকা খরচ হয়।

মালয়েশিয়া

অসংখ্য পর্যটন স্থান এবং ঐতিহ্যের সমাবেশ রয়েছে এই দেশে। বিমান পথে ভারত থেকে মালয়েশিয়া যেতে ২২ হাজার টাকা খরচ হয়।