তারাপীঠে কোন হোটেলের ভাড়া কত? জেনে নিন এক ক্লিকে

Published on:

AC And Non AC Room Price In Hotels In Tarapith

তারাপীঠ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কোথায় থাকবেন ভেবে অস্থির হচ্ছেন? তাহলে আজকের এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। বাংলার এই ঐতিহাসিক তীর্থস্থানে পৌঁছে কোথায় থাকবেন, থাকার খরচ কেমন পড়বে তার সব সুলুক সন্ধান রইল এই প্রতিবেদনে। জেনে নিন তারাপীঠে এসি এবং নন এসি হোটেলে থাকার খরচ কেমন হতে পারে।

সাধারণত কোথাও ঘুরতে গিয়ে হোটেলে থাকার ব্যবস্থাই করে থাকেন পর্যটকরা। তারাপীঠ মন্দিরে পুজো দিতে অনেক দূর থেকে মানুষ আসেন। থাকার জন্য এখানে অনেক ছোটখাটো এবং বড় বড় হোটেল ও লজের ব্যবস্থা রয়েছে। এখানে এসি রুম এবং নন এসি রুম দুটোই পাওয়া যায়। সাধ্যমত যে যার পছন্দ অনুসারে হোটেল রুম বুকিং করেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো বর্তমানে তারাপীঠের হোটেলের রেট কেমন চলছে।

Tarapith

যে হারে গরম বাড়ছে তাতে বেশিরভাগ মানুষ এখন এসি রুম বুকিং করছেন। আসলে বীরভূমে এই গরমের মরসুমে তাপমাত্রার পারদ ৪০-৪৫ ডিগ্রী সেলসিয়াস এমনকি ৪৮ ডিগ্রীতেও পৌঁছে যাচ্ছে। গত বছর পর্যন্ত তারাপীঠের হোটেলগুলোর ৪০ শতাংশ রুমে এসি ছিল। কিন্তু এসি রুমের চাহিদা যেভাবে বাড়ছে তাতে হোটেলগুলোতে এসি রুমের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

এই মুহূর্তে তারাপীঠে অন্ততপক্ষে ২০০০ এর কাছাকাছি হোটেল রয়েছে। এই হোটেলগুলোতে নন এসি রুমের ভাড়া ৫০০-৭০০ এর আশেপাশে পড়ছে। সেই জায়গায় এসি রুমের ভাড়া সামান্য বেশি। ২০০-৩০০ টাকা অতিরিক্ত খরচ করলেই যেখানে এসি রুম পাওয়া যাচ্ছে তাই টাকার কথা চিন্তা না করে গরমের হাত থেকে মুক্তি পেতে এসি রুমি বুকিং করছেন বেশিরভাগ মানুষ।

Hotel

বর্তমানে তারাপীঠে ছোট লজে এসি রুমের ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা পড়বে। ২ জন মানুষ থাকতে পারবেন এখানে। আবার বড় লজে এসি রুমের ভাড়া পড়বে ১২০০ থেকে ১৫০০ টাকা। কোথাও কোথাও আবার ২০০০-৩০০০ টাকাও পড়তে পারে। আর তাছাড়া এই বছর বিভিন্ন হোটেলে সামার ভ্যাকেশন অফার দিচ্ছে। সেখানেও খুবই কম দামে এসি রুম ভাড়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : তারাপীঠকে মহাপীঠ বলা হয় কেন? কেন ৫১ সতীপীঠের মধ্যে তারাপীঠ শ্রেষ্ঠ?

Hotel

আরও পড়ুন : তারাপীঠ যাবেন? কোথায় থাকবেন? কী কী দেখবেন? জেনে নিন এক ক্লিকে

এই বছর গরম এতটাই পড়েছে যে তারাপীঠের বিভিন্ন হোটেল পর্যটকদের জন্য সামার ভ্যাকেশন অফার চালু করেছে। সেখানে ৩০ থেকে ৪০ শতাংশ কম টাকা নিয়ে এসি রুম ভাড়া দেওয়া হচ্ছে। কাজেই পর্যটকদের মধ্যে এসি রুমের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ছে। আপনিও কি তারাপীঠে যেতে চান? তাহলে কম খরচে এরকম আরামদায়ক সফরের অফার মিস করবেন না।