বাংলার ভয়ংকর ৫ ট্রেন দুর্ঘটনা! যা দেখলে শিউরে উঠবে গা

Published on:

5 Most Horrific Train Collision In West Bengal

গত সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার পথে রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তবে বাংলাতে এমন ভয়ংকর ট্রেন দুর্ঘটনা এই প্রথম নয়। বিগত ২০ বছরে বাংলাতে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মৃত্যুও হয়েছে কয়েকশো মানুষের। জ্ঞানেশ্বরী, সাঁইথিয়া থেকে আজকের কাঞ্চনজঙ্ঘা, লিস্টটা কিছু কম বড় নয়। দেখুন তালিকা।

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা

২০২২ সালের ১৩ ই জানুয়ারি ময়নাগুড়ির দোমহনীতে লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। রাজস্থানের বিকানের থেকে অসমের গুয়াহাটির পথে যাচ্ছিল ট্রেনটি। ট্রেনের ইঞ্জিনে আগে থেকেই সমস্যা ছিল বলে জানা যায়। দুর্ঘটনা এতই বীভৎস ছিল যে ট্রেনের বগিগুলো খেলনা গাড়ির মতো একে অপরের উপর উঠে পড়েছিল। এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৪০ জন।

Jnaneswari Express

জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা

২০১০ সালের ২৮ মে ঘটেছিল জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা। হাওড়া থেকে মুম্বাই যাওয়ার পথে ঝাড়গ্রামের কাছে বেলাইন হয়ে গিয়েছিল কুরলা লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস। উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ি জ্ঞানেশ্বরীকে ধাক্কা মারে। রাত দেড়টার সময় ঘটেছিল এই ঘটনা। ১৪৮ জনের মৃত্যু ও ১৮০ জন আহত হয়েছিলেন। পরে জানা যায় ওই এলাকাতে রেল লাইনের ফিসপ্লেট আলগা করে রাখা হয়েছিল নাশকতার উদ্দেশ্যেই। এই ঘটনায় ১১ জন মাওবাদী গ্রেফতার হয়।

সাঁইথিয়ার ট্রেন দুর্ঘটনা

বীরভূমের সাঁইথিয়া স্টেশনে ২০১০ সালের ১৯শে জুলাই ভয়ংকর ট্রেন দুর্ঘটনা হয়। উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং বনাঞ্চল এক্সপ্রেসের সংঘর্ষের ফলে ৬৬ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১৬৫ জন মানুষ।

Belakoba Train Bomb Bursting

বেলাকোবা ট্রেন বিস্ফোরণ

২০০৬ সালের ২০শে নভেম্বর জলপাইগুড়ির বেলাকোবার একটি প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ ঘটে। নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ির পথে যাচ্ছিল ট্রেনটি। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ৫০ জন মানুষ।

আরও পড়ুন : রেলের কবচ আসলে কী? দুর্ঘটনা থেকে এটা কীভাবে যাত্রীদের প্রাণ বাঁচায়?

Gaisal train collision

আরও পড়ুন : আপনার ট্রেন দুর্ঘটনার শিকার হলে কি করবেন? বিপদে পড়ার আগেই জেনে নিন

গাইসালের ট্রেন দুর্ঘটনা

১৯৯৯ সালের ২রা আগস্ট ভয়ংকর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকে গাইসাল। রাত ১.৪৫ মিনিট নাগাদ উত্তর দিনাজপুরের গাইসালে অবোধ অসম এক্সপ্রেসের সঙ্গে ব্রহ্মপুত্র মেলের সংঘর্ষ হয়। ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেন একই লাইনে চলে আসে। এই ঘটনা এই ২৮৫ জন মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৩০০ জনেরও বেশি।