ভারতের সবথেকে বিপদজনক জায়গা, যেখানে ভারতীয়দেরই প্রবেশ নিষেধ
ভারতের সবথেকে বিপদজনক জায়গা, যেখানে ভারতীয়দেরই প্রবেশ নিষেধ
ভারতে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে পর্যটন নিষিদ্ধ। এমনকি ভারতীয়রাও সেখানে প্রবেশ করতে পারবেন না। ঠিক কোন কোন জায়গায় রয়েছে এই তালিকাতে?
ভারতে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে পর্যটন নিষিদ্ধ। এমনকি ভারতীয়রাও সেখানে প্রবেশ করতে পারবেন না। ঠিক কোন কোন জায়গায় রয়েছে এই তালিকাতে?
ভারত এবং চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ একচুয়াল কন্ট্রোলের মধ্যে পড়ে প্যাংগং সো লেক। ভারতের অংশ ছাড়া প্যাংগং সো লেকের উপরের অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।
ভারত এবং চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ একচুয়াল কন্ট্রোলের মধ্যে পড়ে প্যাংগং সো লেক। ভারতের অংশ ছাড়া প্যাংগং সো লেকের উপরের অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।
প্যাংগং সো লেক
প্যাংগং সো লেক
স্টোক কাঙ্গরি
স্টোক কাঙ্গরি
স্টোক কাঙ্গরি লাদাখে অবস্থিত। ২০১৯ সাল থেকে এখানে ট্রেকিং বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে স্টোক কাঙ্গরিতে প্রবেশ নিষিদ্ধ হয়েছে।
স্টোক কাঙ্গরি লাদাখে অবস্থিত। ২০১৯ সাল থেকে এখানে ট্রেকিং বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে স্টোক কাঙ্গরিতে প্রবেশ নিষিদ্ধ হয়েছে।
আকসাই চিন
আকসাই চিন
একসময় এখানে পর্যটনের অনুমতি থাকলেও এখন তা নিষিদ্ধ হয়েছে। বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে অন্যতম ধরা হয় এই জায়গাটিকে।
একসময় এখানে পর্যটনের অনুমতি থাকলেও এখন তা নিষিদ্ধ হয়েছে। বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে অন্যতম ধরা হয় এই জায়গাটিকে।
কাঞ্চনজঙ্ঘা পর্বত
কাঞ্চনজঙ্ঘা পর্বত
সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বতে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। স্থানীয় বৌদ্ধদের বিরোধিতায় ২০০১ সালে সিকিম সরকার কাঞ্চনজঙ্ঘা অভিযান নিষিদ্ধ ঘোষণা করে।
সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বতে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। স্থানীয় বৌদ্ধদের বিরোধিতায় ২০০১ সালে সিকিম সরকার কাঞ্চনজঙ্ঘা অভিযান নিষিদ্ধ ঘোষণা করে।
চোলামু লেক
চোলামু লেক
ভারত-চীন সীমান্তের নিকটে অবস্থিত চোলামু লেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না।
ভারত-চীন সীমান্তের নিকটে অবস্থিত চোলামু লেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না।
ব্যারেন আইল্যান্ড
ব্যারেন আইল্যান্ড
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ব্যারেন আইল্যান্ড ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন আইল্যান্ডে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ব্যারেন আইল্যান্ড ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন আইল্যান্ডে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
নর্থ সেন্টিনেল আইল্যান্ড
নর্থ সেন্টিনেল আইল্যান্ড
নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বসবাস করেন আদিবাসীরা। যারা বাইরে থেকে কোনও মানুষের প্রবেশ পছন্দ করেন না তাদের এলাকায়। এমনকি বাইরে থেকে কেউ গেলে সেন্টিনেলি আদিবাসীরা তাদের হত্যাও করে।
নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বসবাস করেন আদিবাসীরা। যারা বাইরে থেকে কোনও মানুষের প্রবেশ পছন্দ করেন না তাদের এলাকায়। এমনকি বাইরে থেকে কেউ গেলে সেন্টিনেলি আদিবাসীরা তাদের হত্যাও করে।
নিকোবর দ্বীপপুঞ্জ
নিকোবর দ্বীপপুঞ্জ
নিকোবর দ্বীপপুঞ্জেও কিছু আদিবাসী রয়েছেন যারা বাইরের সভ্যজগতের অংশ হতে চান না। অনধিকার প্রবেশে তারা তীর-ধনুক নিয়ে হামলা চালিয়েছেন।
নিকোবর দ্বীপপুঞ্জেও কিছু আদিবাসী রয়েছেন যারা বাইরের সভ্যজগতের অংশ হতে চান না। অনধিকার প্রবেশে তারা তীর-ধনুক নিয়ে হামলা চালিয়েছেন।