ভারতের একমাত্র ট্রেন যাতে নেই কোনও টিটি, লাগে না কোনও টিকিটও

Published on:

Bhakra-Nangal Train Providing Free Services Till 75 Years

ট্রেন টিকিট ছাড়া ট্রেনে ওঠা কার্যত ভারতীয় রেলের বিচারের দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে সেই যাত্রীর জরিমানা থেকে জেল পর্যন্ত হতে পারে। তবে জানেন কি ভারতে এমন একটি ট্রেন রয়েছে যেখানে যাতায়াত করতে গেলে টিকিট কাটতে হয় না? এক পয়সাও খরচ না করে এই ট্রেনে সফর করতে পারেন যাত্রীরা। জানেন কি সেই ট্রেনের নাম?

ট্রেনটির নাম ভাকড়া-নাঙ্গাল ট্রেন। ১৯৪৮ সালে যখন ভাকরা-নাঙ্গাল বাঁধ তৈরি করা হচ্ছিল তখন বাঁধ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কর্মীদের যাতায়াতের জন্য এই ট্রেন চালু করা হয়েছিল। বাঁধ তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে সেই কত বছর আগে। আজও এই ট্রেন চলাচল করছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

 Bhakra-Nangal Train

এই ট্রেনটি বর্তমানে পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশের সীমানা পর্যন্ত যাতায়াত করে। প্রায় ১৩ কিলোমিটারের পথ ট্রেন পথে অতিক্রম করতে এখানে যাত্রীদের কোনও খরচ হয় না। সম্পূর্ণ যাত্রা পথে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ চোখে পড়বে। এখন অবশ্য এই ট্রেনের মালিকানা ভারতীয় রেলের হাতে নেই। রয়েছে ভাকরা-নাঙ্গাল ব্যাস ম্যানেজমেন্ট বোর্ডের হাতে।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় মিলবে ১০ লক্ষ টাকার বীমা, টিকিট বুকিংয়ের সময় করুন শুধু এই একটি কাজ

 Bhakra-Nangal Train

আরও পড়ুন : বন্দে ভারতের স্লিপার কামরার বিছানা কেমন হবে? কী কী সুবিধা থাকবে?

একটা সময় মূলত শ্রমিকদের কথা মাথায় রেখেই বিনামূল্যে এই ট্রেন পরিবহন ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সাধারণ মানুষের জন্যও বিনামূল্যে পরিষেবা চালু হয় ট্রেনে। বিগত ৭৫ বছর ধরে এখানকার স্থানীয় মানুষেরা বিনা টিকিটে ট্রেন সফর করছেন। ভারতের অন্যান্য সমস্ত ট্রেনে উঠতে গেলে টিকিট লাগে। একমাত্র ভাকরা-নাঙ্গাল ট্রেনই বিনা টিকিটে যাত্রার অনুমতি দেয়।