বিদেশে কোথাও ঘুরতে যেতে চান? তাহলে IRCTC নিয়ে এল এক দুর্দান্ত সুযোগ। যদি কম খরচে থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে বুকিং সেরে ফেলুন এখনই। এবার ভারতীয় পর্যটকদের কম খরচে থাইল্যান্ড ঘোরানোর দায়িত্ব নিয়েছে এই সংস্থা। কত দিনের প্ল্যানিং? কোথায় কোথায় ঘোরানো হবে? কত টাকা বাজেট? কীভাবে বুকিং করবেন? সব তথ্য জেনে নিন এই প্রতিবেদন মারফত।
থাইল্যান্ডে যাওয়ার জন্য এখন ভিসা নিয়ে ভারতীয়দের খুব একটা চিন্তা করতে হয় না। কারণ থাইল্যান্ডে যাওয়ার পর অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে। থাইল্যান্ড বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসার ফি দিতে হবে। যার ফলে পাসপোর্টের অনুমতি পাওয়া যাবে। মাথাপিছু পর্যটকদের খরচ পড়বে ৪৯ হাজার ৪৫০ টাকা।
যাত্রা শুরু হবে হায়দ্রাবাদ থেকে। মোট ৩ রাত এবং ৪ দিনের টুর প্যাকেজ করা হয়েছে। যদি কেউ একা যান তাহলে খরচ হবে ৫৭,৮২০ টাকা। তবে দুজন গেলে মাথাপিছু ৪৯ হাজার ৪৫০ টাকা খরচ হবে। সঙ্গে বাচ্চা থাকলে ৪২ হাজার ৪২০ টাকা থেকে ৪৭ হাজার ৪৪০ টাকা লাগতে পারে। হায়দ্রাবাদ থেকে ব্যাংকক পর্যন্ত ফ্লাইটে নিয়ে যাওয়া হবে।
এই বাজেটের মধ্যে যাতায়াতের ফ্লাইট ভাড়া, হোটেল এবং খাবারের পরিষেবার খরচ ধরা আছে। সেই সঙ্গে বাসে করে থাইল্যান্ডের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানো হবে। এছাড়া নিজের অতিরিক্ত কিছু খরচ থাকলে সেটা নিজেকেই বহন করতে হবে। এই প্যাকেজের নাম রাখা হয়েছে Treasures of Thailand Ex- Hyderabad (SHO12)।
আরও পড়ুন : সস্তায় বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ, দেখুন ১০ টি দুর্দান্ত ডেস্টিনেশন
আরও পড়ুন : পৃথিবীর এই ৮ দেশে চলে না ট্রেন, নাম শুনলেই অবাক হবেন
আগামী ২৫শে জুলাই হায়দ্রাবাদ থেকে ফ্লাইট ছাড়বে ব্যাংককের উদ্দেশ্যে। বুকিং করতে চাইলে আপনাকে IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctctourism.com তে যেতে হবে। তারপর সেখান থেকে বুক নাও অপশনে ক্লিক করে পরবর্তী বুকিং পদ্ধতি সেরে ফেলতে হবে।