এজেন্টদের পাল্লায় সর্বস্বান্ত হওয়ার দিন শেষ! দিঘাতে হোটেল বুকিংয়ে প্রতারিত হলে অভিযোগ জানান এইভাবে

Published on:

Digha Sankarpur Development Authority Whatsapp Number To Complain Against Fraud

বর্তমানে শীত-গ্রীষ্ম-বর্ষা সব মরসুমেই দীঘার সমুদ্রে ছুটে যান বাংলার মানুষেরা। কিন্তু সেখানে গিয়ে থাকার হোটেলের ব্যবস্থা করতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। যত দিন যাচ্ছে দিঘাতে হোটেল বুকিং এজেন্টদের দাপট বাড়ছে। ভালো হোটেল পেতে গিয়ে কার্যত প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছেন অনেকে। আপনিও এই সমস্যার মুখে পড়লে কী করবেন? জেনে নিন।

অনলাইনে হোটেল বুকিং না করে যদি স্পট বুকিং করতে যান সে ক্ষেত্রে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে অটো কিংবা টোটোওয়ালাদের ভরসায় থাকতে হয়। হোটেল এজেন্টদের পাল্লায় পড়লে তো কথাই নেই। অনেক সময় ভালো হোটেল দেখানোর নাম করে পর্যটকদের প্রতারণা করছে এই সমস্ত এজেন্টরা। এরকম বেশ কিছু অভিযোগ পাওয়া গিয়েছে। তাই এবার নড়েচড়ে বসলো প্রশাসন।

DIGHA

এবার থেকে যদি দীঘাতে হোটেল নিতে গিয়ে কেউ বিপদে পড়েন তাহলে সরাসরি হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। যে কোনও অভিযোগ জানানোর জন্য দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নম্বর ৭৫০১৩৯৫০০১ ব্যবহার করতে পারবেন। এছাড়া দীঘা শংকরপুর হোটেল ব্যবসায়ী সমিতির অফিসে গিয়েও অভিযোগ জানানো যাবে। এই অফিস রয়েছে ওল্ড দিঘা বাসস্ট্যান্ডের কাছে।

দীঘা থানার ওসি অভিজিৎ পাত্রও জানিয়েছেন দীঘাতে ঘুরতে গিয়ে পর্যটকরা যেকোনও সমস্যায় কিংবা বিপদে পড়লে পর্ষদের হোয়াটসঅ্যাপ নম্বরে কিংবা সরাসরি থানায় অভিযোগ করলে দ্রুত সমাধান পাবেন। দীঘাতে বিগত বেশ কিছু মাস ধরে অসামাজিক কার্যকলাপ বেড়েছে। তাই পর্যটকদের সুরক্ষা দিতে তৎপর হয়েছে প্রশাসন।

আরও পড়ুন : হাতের কাছেই রয়েছে মিনি গোয়া! নতুন এই সমুদ্র সৈকতে না গেলেই চরম মিস

DIGHA

আরও পড়ুন : মাত্র ২২৫ টাকায় রুম! এইভাবে দীঘার ট্যুর প্ল্যান করলে বেঁচে যাবে কয়েক হাজার টাকা

কিছুদিন আগেই দীঘা থেকে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত দুই জঙ্গি ধরা পড়ে। এই ঘটনার পর হোটেলে থাকতে আসা পর্যটকদের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ‘অতিথি’ নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই সঙ্গে পর্যটকদের সুরক্ষা ব্যবস্থাও যাতে মজবুত হয় তার জন্য বিশেষ হেল্প লাইন নম্বর চালু হল।