কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা! বদলে গেল একাধিক ট্রেনের রুট, দেখে নিন তালিকা

Published on:

After Kanchanjungha Express Accident Several Trains Route Have Been Changed Check Details

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়ংকর দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত কিছু ট্রেনের গতিপথ বদলাতে বাধ্য হল রেল। একসঙ্গে ৬ টি ট্রেনের গতিপথ বদলানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে কোনও ট্রেন বাতিল হয়নি বলেই আপাতত খবর। কোন কোন ট্রেনের গতিপথ বদলালো? দেখে নিন তালিকা।

১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস, ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ও ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশ্যাল ট্রেন নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইন হয়ে ঘুরে যাবে।

Kanchanjungha Express

সেই সঙ্গে ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশ্যাল, ২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইন হয়ে ঘুরে যাবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অবশ্য জানিয়েছেন এই দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের রেল চলাচলে খুব একটা অসুবিধা হবে না। দুর্ঘটনার পরেও এখনো একটি লাইন রেল চলাচলের যোগ্য রয়েছে। আপাতত ওই লাইন ব্যবহার করেই ট্রেনের যাতায়াত হবে। আগামী সোমবার থেকে আবার উত্তরবঙ্গগামী সব ট্রেন সঠিক সময়েই ছাড়বে।

আরও পড়ুন : স্লিপার-এসিতে অবৈধ দখলদারির দিন শেষ! কড়া ব্যবস্থার পথে ভারতীয় রেল

Kanchanjungha Express

আরও পড়ুন : ট্রেন লেট হলেই ফেরত পাবেন টাকা! জানুন ভারতীয় রেলের নতুন নিয়ম

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে ফাঁসি দেওয়া রাঙাপানি স্টেশনে দুর্ঘটনার সম্মুখীন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটি মালগাড়ি পেছন থেকে এসে ট্রেনটিকে ধাক্কা মারে। যার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইন থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা ৩০। আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।