দক্ষিণ ভারতের এই ৬ জায়গার বর্ষা না দেখলেই চরম মিস

বর্ষা দেখার জন্য বর্তমানে অনেকেই পাহাড়ে, জঙ্গলে কিংবা সমুদ্রে ছুটছেন। তবে বর্ষার আসল রূপ যদি দেখতে হয় তাহলে চলে যান দক্ষিণ ভারতে। কোথায় যাবেন? জেনে নিন।

আলেপ্পি

কেরালার এই শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়। সমুদ্র, নদী, হ্রদের পাশাপাশি ভেমবানাড় হ্রদ, আলেপ্পি বিচ, মারারি বিচ, কৃষ্ণপুরম প্যালেস, পথিরমনল, কুট্টানড় ব্যাকওয়াটার, আর্থুকল চার্চ, অম্বালাপুঝা মন্দির, মন্নারশালা মন্দির, কারুমাদিকুট্টন মূর্তি, সেন্ট মেরি রোরান চার্চ, আয়ুর্বেদিক চিকিৎসালয় দেখবেন।

বলপারাই

তামিলনাড়ুর এই শহরে বর্ষাকালে অনেক বৃষ্টি হয়। এখানে ঘন জঙ্গল, চা বাগান, জলপ্রপাত আকর্ষণীয় জায়গা। বর্ষার মনোরম জলবায়ু আপনার মন ভালো করবেই।

ওয়েনাড়

কেরালার ওয়েনাড়ে রয়েছে ঘন জঙ্গল, পাহাড় এবং ঝর্ণা। এখানে পাখির ডাক মন ভালো করে দেবে। ওয়েনাড় অভয়ারণ্য, চেমব্রা শৃঙ্গ ঘুরে দেখতে পারবেন।

আথিরাপল্লী

বর্ষায় আথিরাপল্লীর জলপ্রপাত আরো সুন্দর হয়ে ওঠে। বৃষ্টি বাড়লে জলপ্রপাতের জলধারা এমন বাড়ে যে একে নায়গ্রা জলপ্রপাতের মত দেখতে লাগে।

উটি

বর্ষার সময় ঘুরে আসুন উটি থেকে। নীলীগিরি এবং পূর্বঘাট পর্বতমালা, চায়ের বাগান, সবুজ বনানী, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, কফির বাগান, ঝরনা, ডোডাবেতা শৃঙ্গ ইত্যাদি দেখতে পারবেন।

আগুম্বে

কর্ণাটকের আগুম্বে একটি ছোট্ট সুন্দর গ্রাম। এখানে আগুম্বে জাতীয় উদ্যান রয়েছে। রয়েছে জঙ্গলে ঘেরা অপূর্ব সুন্দর প্রাকৃতিক হ্রদ।