শীত হোক গ্রীষ্ম কিংবা বর্ষা, দার্জিলিং এবং গ্যাংটক বরাবরই বাঙালির পছন্দের জায়গা বেড়ানোর জন্য। তবে বেড়াতে গিয়ে স্থানীয় গাড়ি ভাড়া করেই দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে হয়। গাড়ির মালিকেরা সুযোগ বুঝে ভাড়া বাবদ অনেক বেশি টাকা আদায় করেন অনেক সময়। বিশেষ করে সিকিমে এই সমস্যাটা অনেক বেশি। তাই এবার পর্যটকদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নিল সিকিম পর্যটন বিভাগ এবং অসামরিক বিমান পরিবহন দপ্তর।
সিকিমের গাড়ি চালকেরা পর্যটকদের কাছে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। যা ভাড়া হওয়া উচিত তার থেকে কয়েক গুণ বেশিও নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে অনেক সময়। অনেকেই পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গাড়ি চালাচ্ছেন। লাক্সারি গাড়িগুলো পর্যটকদের থেকে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। এই অব্যবস্থা রুখতে গত ২৪ শে মে সিকিম পর্যটন বিভাগ এবং অসামরিক বিমান পরিবহন দপ্তর একটি বৈঠক করে।
গ্যাংটক থেকে নাথুলা, সোমগো থেকে বাবা মন্দির পয়েন্টের পারমিট চার্জ, লাক্সারি গাড়ি এবং সাধারণ গাড়ির নির্দিষ্ট ভাড়া, এই ছিল বৈঠকে আলোচনার প্রধান বিষয়বস্তু। এতে সিকিমের মুখ্য সচিব, ডিজিপি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সিকিমে গাড়ি চালকেরা পর্যটকদের থেকে কত টাকা ভাড়া নিতে পারবে তা স্থির করা হয়েছে এই বৈঠকে। প্রকাশ করা হয়েছে নতুন ফেয়ার চার্ট বা ভাড়া তালিকা।
নতুন নিয়ম অনুসারে এবার থেকে লাক্সারি গাড়ির ভাড়া বেড়ে ৭০০০ টাকা ধার্য হয়েছে। সাধারণ গাড়ির ভাড়া ৬৫০০ টাকা। যদি গাড়িচালকেরা এর থেকে বেশি ভাড়া দাবি করেন তাহলে পর্যটকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন প্রশাসনের কাছে। এর জন্য তিনটি নম্বরও দেওয়া হয়েছে। এই তিনটি নম্বর জেনে নোট করে রাখুন।
আরও পড়ুন : সিকিমে খুলে গেল নতুন পর্যটন কেন্দ্র, কোথায় কীভাবে যাবেন জেনে নিন
আরও পড়ুন : সিকিম যাওয়ার আদর্শ সময় কোনটি? কী কী দেখবেন? কীভাবে যাবেন?
সিকিমের পরিবহন দপ্তরের সাথে যোগাযোগ জন্য ৯৪৩৪১২৬৮৫১, পর্যটন বিভাগ ও অসামরিক বিমান দপ্তরের সাথে যোগাযোগের জন্য ৯৪৩৪১৮২১৭৮ এবং পুলিশ চেকপোষ্টে অভিযোগ জানানোর জন্য ৭৯০৮০৮১১২৭ নম্বরে ফোন করতে হবে। অন্যদিকে গাড়ির পারমিটের মেয়াদ ১২ বছর নির্ধারণ হয়েছে। তা অতিক্রম করে গেলেই ২০০০ টাকা জরিমানা হবে। ২৪ ঘন্টার মধ্যে না দিলে জরিমানার টাকা দ্বিগুণ হবে।