ভারতের এই জায়গাগুলোতে সন্ধ্যের পর গেলে আর ফেরে না কেউ

ভানগড় দুর্গ

এখানে অনেকেই রাতের অন্ধকারে গিয়ে নিখোঁজ হয়েছেন। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগও এইখানে কিছু অস্বাভাবিক বিষয় টের পেয়ে রাতে প্রবেশের অনুমতি দেয় না।

ডি-সুজা চল

মহারাষ্ট্রের মুম্বাইতে ডি-সুজা চলে একজন মহিলা পাতকুয়োতে পড়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে রাতের অন্ধকারে এখানে কেউ আসেন না।

লম্বি দেহার খনি

উত্তরাখণ্ডে এই খনিতে ভয়ংকর দুর্ঘটনায় বহু শ্রমিকের মৃত্যু হয়। আজও নাকি রাতে সেই মৃত শ্রমিকদের কণ্ঠস্বর শোনা যায় এখানে।

অগ্রসেন কি বাওলি

অনেকে বলেন এখানে নাকি কেউ তাদের পিছু করছেন। পেছন থেকে যেন সবসময় কেউ নজর রাখছে, এরকম অদ্ভুত অনুভূতি হয় পর্যটকদের।

ডাউহিল

পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ের ডাউহিলে একটি স্কুল ভৌতিক। অনেকেই একটি বাচ্চার ভূত দেখেছেন। আবার কেউ কেউ কোনও এক মেয়ের আত্মাকেও দেখেছেন।

বম্বে হাইকোর্ট

বম্বে হাইকোর্টে বহু মানুষকে মৃত্যুদন্ডে দণ্ডিত করা হয়েছে। তাদের আত্মা নাকি আজও এখানে ঘুরে বেড়ায়।

কুলধারা গ্রাম

রাজস্থানে কুলধারা গ্রামে প্রতিটা মানুষ রাতারাতি উধাও হয়ে যায়। তাদের খোঁজ পাওয়া যায়নি আর কখনও। আজও এই গ্রাম অভিশপ্ত বলে মনে করা হয়।