দার্জিলিং গেলে অবশ্যই দেখবেন এই ৮ জায়গা, রইল তালিকা
দার্জিলিং গেলে অবশ্যই দেখবেন এই ৮ জায়গা, রইল তালিকা
দার্জিলিঙে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে তো অবশ্যই দার্জিলিংয়ের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলোর কথা জেনে নিতেই হবে। দেখুন তালিকা।
দার্জিলিঙে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে তো অবশ্যই দার্জিলিংয়ের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলোর কথা জেনে নিতেই হবে। দেখুন তালিকা।
টাইগার হিল
টাইগার হিল
আপনার দিনের শুরুটা হোক টাইগার হিলে সূর্যোদয় দেখার সঙ্গে। এখান থেকে হিমালয় পাহাড়, মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দার্জিলিং গেলেন অথচ টাইগার হিল দেখলেন না এরকম যেন না হয়।
আপনার দিনের শুরুটা হোক টাইগার হিলে সূর্যোদয় দেখার সঙ্গে। এখান থেকে হিমালয় পাহাড়, মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দার্জিলিং গেলেন অথচ টাইগার হিল দেখলেন না এরকম যেন না হয়।
টয় ট্রেন
টয় ট্রেন
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে উল্লেখ রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের। চাইলে টয় ট্রেনে চেপে নিতে পারেন। অভিজ্ঞতা মন্দ হবে না।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে উল্লেখ রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের। চাইলে টয় ট্রেনে চেপে নিতে পারেন। অভিজ্ঞতা মন্দ হবে না।
পদ্মযা নাইডু হিমালয়ান জুয়োলজিক্যাল পার্ক
পদ্মযা নাইডু হিমালয়ান জুয়োলজিক্যাল পার্ক
বন্যপ্রাণের প্রতি আকর্ষণ থাকলে ঘুরে নিতে পারেন পদ্মজা নাইডু হিমালয়ান জুয়োলজিক্যাল পার্ক থেকে। এখানে বিভিন্ন প্রাণীর পাশাপাশি বিপন্ন প্রজাতির রেড পান্ডা এবং স্নো লেপার্ড দেখতে পাবেন।
বন্যপ্রাণের প্রতি আকর্ষণ থাকলে ঘুরে নিতে পারেন পদ্মজা নাইডু হিমালয়ান জুয়োলজিক্যাল পার্ক থেকে। এখানে বিভিন্ন প্রাণীর পাশাপাশি বিপন্ন প্রজাতির রেড পান্ডা এবং স্নো লেপার্ড দেখতে পাবেন।
পিস প্যাগোডা
পিস প্যাগোডা
পিস প্যাগোডা ঘুরতে যেন ভুলবেন না। পাহাড়ের কোলে বুদ্ধের এই সুন্দর মন্দির শান্তি ও একতার বার্তা দেয়।
পিস প্যাগোডা ঘুরতে যেন ভুলবেন না। পাহাড়ের কোলে বুদ্ধের এই সুন্দর মন্দির শান্তি ও একতার বার্তা দেয়।
বাতাসিয়া লুপ
বাতাসিয়া লুপ
বাতাসিয়া লুপে রয়েছে টয় ট্রেনের ট্র্যাকের নেটওয়ার্ক। এখানে টয় ট্রেনের ট্র্যাকের পাশে রয়েছে সুন্দর সাজানো বাগান। সেইসঙ্গে রয়েছে একটি স্মৃতি হল যেখানে যুদ্ধের বিভিন্ন স্মৃতি রয়েছে।
বাতাসিয়া লুপে রয়েছে টয় ট্রেনের ট্র্যাকের নেটওয়ার্ক। এখানে টয় ট্রেনের ট্র্যাকের পাশে রয়েছে সুন্দর সাজানো বাগান। সেইসঙ্গে রয়েছে একটি স্মৃতি হল যেখানে যুদ্ধের বিভিন্ন স্মৃতি রয়েছে।
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
হিমালয়ের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পাহাড়ে ট্রেকিং করায়। এখানে একটি মিউজিয়াম রয়েছে যেখানে অতীতে যারা পাহাড় চড়ে ইতিহাস গড়েছেন তাদের স্মৃতি রয়েছে।
হিমালয়ের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পাহাড়ে ট্রেকিং করায়। এখানে একটি মিউজিয়াম রয়েছে যেখানে অতীতে যারা পাহাড় চড়ে ইতিহাস গড়েছেন তাদের স্মৃতি রয়েছে।
চা বাগান
চা বাগান
দার্জিলিংয়ের চা বাগান ঘুরলে মন ভালো হয়ে যাবে। পাহাড়ের বুকে সুবিস্তৃত এলাকা জুড়ে সবুজ চা বাগানের শোভা মুগ্ধ করবেই।
দার্জিলিংয়ের চা বাগান ঘুরলে মন ভালো হয়ে যাবে। পাহাড়ের বুকে সুবিস্তৃত এলাকা জুড়ে সবুজ চা বাগানের শোভা মুগ্ধ করবেই।
রক গার্ডেন
রক গার্ডেন
এখানে রয়েছে সুন্দর একটি জলপ্রপাত। আর সেই জলপ্রপাতের আশেপাশে রয়েছে সুন্দর সুন্দর রঙিন পাহাড়ি ফুলের গাছ।
এখানে রয়েছে সুন্দর একটি জলপ্রপাত। আর সেই জলপ্রপাতের আশেপাশে রয়েছে সুন্দর সুন্দর রঙিন পাহাড়ি ফুলের গাছ।