শুধু রকেটের গতি নয়, বুলেট ট্রেনে মিলবে এইসব সুযোগ-সুবিধাও

Published on:

All You Need To Know About Bullet Train In India

বন্দে ভারতের মত সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনের পর এবার ভারতীয় রেলের পরবর্তী পদক্ষেপ হবে বুলেট ট্রেন চালানো। বুলেটের মতোই দ্রুতগতিতে ছুটতে পারে এই ট্রেন। যার ফলে আগামী দিনে গন্তব্যে পৌঁছানোর সময় আরও কমে আসবে। ২০২৬ সালের মধ্যেই ভারতে বুলেট ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আরও কী কী জানিয়েছেন তিনি?

বুলেট ট্রেন সম্পর্কে জেনেই কার্যত সাধারণ মানুষের মনে এই ধরনের দ্রুত গতি সম্পন্ন ট্রেন নিয়ে কৌতুহল জন্মেছে। শুধু দ্রুতগতিই নয়, এই ট্রেনে যাত্রীদের সুরক্ষার জন্য আরও একাধিক সুবিধা থাকবে। যাত্রী সুরক্ষার জন্য অত্যাধুনিক অটোমেটেড রেইনফল মনিটরিং সিস্টেম থাকবে বুলেট ট্রেনে। কী এই সিস্টেম?

bullet train

এই অত্যাধুনিক সিস্টেমে রেইনগজ ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে বৃষ্টিপাত সম্পর্কে তথ্য পাওয়া যাবে। কবে কখন কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হবে তা আগেই জেনে যাওয়া সম্ভব হবে। এবং সেই মত বুলেট ট্রেনের গতি পরিবর্তন করা যাবে। যদি প্রবল বৃষ্টি হয় তাহলে বুলেট ট্রেনের গতি কমানো সম্ভব হবে।

এছাড়াও বুলেট ট্রেনের মধ্যে অ্যাডভান্সড ইন্সট্রুমেন্টেশন সিস্টেম রয়েছে। রয়েছে ট্রাক মেনটেনেন্স সেন্টার। এইসব অত্যাধুনিক সিস্টেম ব্যবহার করা হবে যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার জন্য। যাতে দ্রুত গতি সম্পন্ন এই ট্রেনে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন : লন্ডনকেও টেক্কা দেবে কলকাতা মেট্রো! আসছে এই বিশেষ পরিষেবা

আরও পড়ুন : স্লিপার-এসিতে অবৈধ দখলদারির দিন শেষ! কড়া ব্যবস্থার পথে ভারতীয় রেল

বর্তমানে ভারত জাপানের সঙ্গে চুক্তি করে বুলেট ট্রেন তৈরির কাজ করছে। ২০২৬ সালের মধ্যেই ভারতে বুলেট ট্রেন ছুটতে শুরু করবে। প্রথম ট্রেন মুম্বাই থেকে আহমেদাবাদের ৫০৮ কিলোমিটারের রুটে চলবে। এই যাত্রাপথে ১২ টি স্টেশন পড়বে। বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩২০ কিলোমিটার।