বাতিল একাধিক ট্রেন, বদলানো হল রুট! আজ ও কাল শিয়ালদা শাখায় বাতিল থাকবে এইসব ট্রেন

Published on:

Several Train Cancelled And Route Change In Sealdah And Dimond Harbour Division

রেলওয়ে রক্ষণাবেক্ষণের জন্য ফের একবার ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে চলেছেন শিয়ালদা শাখার যাত্রীরা। গত সপ্তাহের শেষের দিকেও শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজের জন্য শুক্র, শনি, রবি এবং সোমবার পর্যন্ত ৮৮ টি ট্রেন বাতিল ও ১৪৭ টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার জেরে চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। এই সপ্তাহেও বাতিল হল বেশ কিছু ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত হল ডায়মন্ড হারবার শাখার ট্রেনের।

শিয়ালদহ শাখার লাইনে মেরামতির জন্য শনিবার এবং রবিবার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন হয়েছে। বাড়ি থেকে বেরোনোর আগে এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল। নয়তো স্টেশনে গিয়ে সমস্যায় পড়তে হবে। দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।

Train

কোন কোন ট্রেন বাতিল হল?

শনিবার রাতে শেষ শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ডানকুনি-শিয়ালদা লোকালও বাতিল থাকবে। আপ এবং ডাউনে ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার রাতেও এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে।

কোন কোন ট্রেনের যাত্রা পথ পরিবর্তন হলো?

এই তালিকাতে রয়েছে কলকাতা-সীতামঢ়ি, শিয়ালদহ-আজমের এবং পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-জয়নগর স্পেশাল। ডানকুনির পরিবর্তে নৈহাটি-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এই ট্রেনগুলোকে।

Train

তবে শুধু শিয়ালদহ শাখাতেই নয়, ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির জন্য শনিবার মাঝ রাত থেকে রবিবার ভোর পর্যন্ত তিন ঘন্টার জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। দেউলা এবং ডায়মন্ড হারবারের মধ্যে কাজ হবে বলে জানিয়েছে পূর্ব রেল। তবে এর জন্য অবশ্য কোনও লোকাল ট্রেন বাতিল থাকবে না।

আরও পড়ুন : লন্ডনকেও টেক্কা দেবে কলকাতা মেট্রো! আসছে এই বিশেষ পরিষেবা

Train

আরও পড়ুন : ট্রেনে জিনিস হারালে ফিরে পাবেন কীভাবে? যাত্রী সুবিধার্থে নতুন পদক্ষেপ ভারতীয় রেলের

শেষ ডায়মন্ড হারবার লোকাল শনিবার মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে। পরের দিন ভোরে মগরাহাট থেকেই শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে এই ট্রেনটি। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২১ শে জুলাই পর্যন্ত রেলের রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার কাজ করা হবে। এই দিনগুলোতে শেষ ডায়মন্ড হারবার লোকালের পথ সংক্ষিপ্ত থাকবে অর্থাৎ মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে।