ড্রাইভিং লাইসেন্স ছাড়া বর্তমান যুগে গাড়ি চালানো কার্যত অপরাধ। তা সে স্কুটার হোক, স্কুটি কিংবা মোটর বাইক বা চার চাকা গাড়ি। নিজের হোক বা অপরের, যে গাড়িই চালান না কেন সঙ্গে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স। এখন প্রশ্ন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাবেন? কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে? কত টাকাই বা লাগবে? জেনে নিন এই প্রতিবেদন থেকে।
ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাবেন?
ভারতে সাধারণত ১৮ বছর বয়সী কোনও ব্যক্তিকেই ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ছাড় দেওয়া হয়। তবে ৫০ সিসি ক্ষমতাসম্পন্ন মোটর বাইক চালানোর ক্ষেত্রে অবশ্য ১৬ বছর বয়সেও লাইসেন্স পেতে পারেন। ১৮ বছর হওয়ার পর সেই লাইসেন্স আপডেট করিয়ে নিতে হবে।
ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য কী কী ডকুমেন্টস লাগবে?
- বয়সের প্রমাণপত্র : জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, দশম শ্রেণীর মার্কশিট, পাসপোর্ট ইত্যাদি যে কোনও একটি।
- ঠিকানার প্রমাণপত্র : বিদ্যুৎ বিল, ভাড়ার রসিদ, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এলআইসি বন্ড ইত্যাদি যে কোনও একটি।
- আবেদন পত্র,
- আবেদনের ফি : লার্নিং লাইসেন্স (ফরম নম্বর ৩) ১৫০ টাকা, লার্নিং লাইসেন্স পরীক্ষার ফি ৫০ টাকা, ড্রাইভিং টেস্ট ফি ৩০০ টাকা, ড্রাইভিং লাইসেন্স ফি ২০০ টাকা, আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ফি ১০০০ টাকা, লাইসেন্স ফি এর সঙ্গে অন্য গাড়ির সঙ্গে করার জন্য ৫০০ টাকা, ড্রাইভিং লাইসেন্স আপডেটের জন্য ২০০ টাকা। ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তনের জন্য ২০০ টাকা।
- ছবি : লার্নার লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে ৬ টি পাসপোর্ট সাইজের ছবি লাগে। স্থায়ী লাইসেন্সের আবেদনের জন্য একটি পাসপোর্ট আকারের ছবি লাগে।
- মেডিকেল সার্টিফিকেট : বয়স যদি ৪০ এর বেশি হয় সেক্ষেত্রে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে।
আবেদন কীভাবে করবেন?
বর্তমানে অনলাইনে parivahan.gov.in ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে। আবার অফলাইনে আপনার নিকটবর্তী ড্রাইভিং লাইসেন্সের অফিসে গিয়েও আবেদন করা যেতে পারে। এখন লাইসেন্স পাওয়ার জন্য আরটিওতে পরীক্ষা না দিলেও চলবে। ড্রাইভিং শেখার জন্য এবং লাইসেন্স পাওয়ার জন্য সরকার কর্তৃক স্বীকৃত যে কোনও বেসরকারি প্রতিষ্ঠানেও পরীক্ষা দেওয়া যাবে। ১লা জুন ২০২৪ থেকে কার্যকর হয়েছে এই নিয়ম।
আরও পড়ুন : লাগবে না পাসপোর্ট, ভিসা! ভারতীয়দের ফ্রি এন্ট্রি দিচ্ছে এই দেশ
আরও পড়ুন : পাসপোর্ট বানানো এখন জলের মত সোজা! আবেদন করুন এইভাবে
ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কতদিন?
সাধারণত ড্রাইভিং লাইসেন্স ২০ বছরের জন্য বৈধ থাকে। ৪০ বছর বয়স পর্যন্ত প্রত্যেক ১০ বছর অন্তর এবং তারপর ৫ বছর অন্তর ড্রাইভিং লাইসেন্স আপডেট করতে হয়।