পড়াশোনা হোক, ব্যবসা-বাণিজ্য কিংবা ঘোরাঘুরি, যে কারণেই বিদেশ যেতে হোক না কেন সবার আগে প্রয়োজন পাসপোর্ট। তবে পাসপোর্ট বানানো মুখের কথা নয়। অনেক নথি লাগে এরজন্য। বেশ সময় সাপেক্ষ ব্যাপারও বটে। কিন্তু এখন আর পাসপোর্ট বানানো কঠিন কাজ নয়। মোবাইল অ্যাপ মারফত খুব সহজেই আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন। কীভাবে করবেন? জেনে নিন।
স্মার্টফোনে কেবল একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকলেই আপনি পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন। এর জন্য আপনাকে খুব বেশি ছোটছুটি করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র প্লে স্টোর থেকে ফোনে ডাউনলোড করে নিতে হবে ডিজি লকার অ্যাপ। অনেকেই হয়তো এই অ্যাপের ব্যাপারে শুনেছেন। কেন্দ্রীয় সরকারের এই অ্যাপ্লিকেশনটিতে মূলত ভারতীয় নাগরিকেরা তাদের যাবতীয় নথি জমা রাখতে পারেন নিরাপদে।
এখন যদি পাসপোর্ট অফিসে আবেদনের সময় নথিপত্র দরকার হয় তখন ডিজি লকারের মধ্যে থাকা নথি দেখিয়ে আপনি আবেদন করে ফেলতে পারবেন। এজন্য আপনার আসল নথির কাগজের কপি বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। সরকারি নথি যাচাই করার জন্য ডিজি লকারের মধ্যে নথির সফট কপি জমা রাখলেই এখন তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
ডিজি লকার হল ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তৈরি একটি ডিজিটাল ওয়ালেট পরিষেবা। এই অ্যাপে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে আপনার যাবতীয় মার্কশিট, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি সব জরুরী নথি জমা রাখতে পারবেন। অনলাইনে যে কোনও আবেদনের সময় এই সফট কপি জমা দেওয়া যাবে। পাসপোর্টের আবেদনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে ডিজি লকারে নথিপত্র আপলোড করা থাকলে কোনও ব্যক্তি পাসপোর্টের আবেদন করতে পারবেন। এর জন্য তাকে প্রথমে পাসপোর্ট এর আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ডিজি লকারে আপলোড করতে হবে। এরপর পাসপোর্ট আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট www.passportindia.gov.in তে তা জমা করলেই হবে।
আরও পড়ুন : লাগবে না পাসপোর্ট, ভিসা! ভারতীয়দের ফ্রি এন্ট্রি দিচ্ছে এই দেশ
আরও পড়ুন : পাসপোর্টে এই একটি ভুল থাকলে যেতে হতে পারে জেলে, শুধরে নিন এখনই
আবেদন করলে আবেদনকারীর ফোনে একটি ওটিপিও আসবে। সেই ওটিপি দিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা যাবে। সব নথি জমা হয়ে গেলে ১৫ থেকে ১ মাসের মধ্যে পাসপোর্ট তৈরি হয়ে যাবে। পাসপোর্ট বানাতে ১৫০০ টাকা লাগবে। কেউ যদি বেশি পৃষ্ঠার পাসপোর্ট চান তাহলে ২০০০ টাকা লাগবে।