ট্রেন নোংরা করলেই কঠিন শাস্তি! এবার দিতে হবে মোটা জরিমানা

Published on:

Indian Railways New Take On Cleanliess In Train

রেল পরিষেবাকে উন্নতমানের করার জন্য বদ্ধপরিকর ভারত সরকার ও ভারতীয় রেল দপ্তর। ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। দূরপাল্লার ট্রেনের কামরায় এবার থেকে আর নোংরা ফেলতে পারবেন না যাত্রীরা। কারণ যদি কেউ সেটা করেন তাহলে তার জন্য কড়া শাস্তি পেতে হবে। এই বিষয়ে কঠিন ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল।

দূরপাল্লার ট্রেনগুলোতে দেখা যায় অনেক যাত্রী সিটের নিচে স্নাক্সের প্যাকেট, চায়ের কাপ, মিষ্টির বাক্স ফেলে রেখেছেন। এতদিন এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার চল ছিল না। কিন্তু এবার যদি দেখা যায় ট্রেনের কামরায় এরকম চায়ের কাপ কিংবা খাবার-দাবারের প্যাকেট ফেলে কেউ নোংরা করেছেন তাহলে তাকে ১০ গুণ বেশি জরিমানা দিতে হবে।

Train

শুধু তাই নয়, কড়া ব্যবস্থা আসছে এসি কামরায় বেডরোল ব্যবহারকে কেন্দ্র করেও। অনেক যাত্রী বেডরোল নিয়ে সেগুলোকেও অহেতুক নষ্ট করেন। বেডরোলের বাদামী রঙের কভার খুলে ট্রেনের সিটের নিচে বা যেখানে সেখানে ফেলে রাখেন। এই কাজ আর করা যাবে না। কারণ এবার থেকে যাত্রীদের উপর কড়া নজর রাখবে রেল কর্তৃপক্ষ।

বর্তমানে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ক্যাম্পেইনিং চালানো হচ্ছে। বিনা টিকিটে যাত্রীদের ধরা থেকে শুরু করে রেল স্টেশন এবং ট্রেনের কামরার পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর রাখা হচ্ছে। ট্রেনের বাথরুমের মধ্যে অতিরিক্ত লাগেজ বা নিষিদ্ধ জিনিস লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কেউ কেউ। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ট্রেনে ঘুমিয়ে পড়লেও মিস হবে না স্টেশন! করুন শুধু ছোট্ট এই কাজ

Train

আরও পড়ুন : বিগত ১০ বছরে ভারতে কত কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে? রিপোর্ট দেখলে চমকে যাবেন

সম্প্রতি আগ্রা স্টেশন থেকে ট্রেন নোংরা করার অপরাধে এক ব্যক্তিকে ধরা হয়। তিনি চিপস এবং বিস্কুটের প্যাকেট সিটের নিচে ফেলে রেখেছিলেন। এর জন্য তাকে চিপসের প্যাকেটের দামের ১০ গুণ টাকা দিতে হয়েছিল। ১০ টাকার চিপসের প্যাকেট ফেলে তাকে ১০০ টাকা দিতে হয়েছে জরিমানা হিসেবে। আগ্রা ডিভিশনে ৩০৪ জন যাত্রীর থেকে ১ লক্ষ ২৩ হাজার ৭৫ টাকার জরিমানা আদায় হয়েছে এইভাবে।