Forbidden Places In India : পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘেরা ভারতের আনাচে-কানাচে পর্যটন স্থলের অভাব নেই কোনও। উত্তরে পাহাড় এবং তিন দিক ঘেরা সমুদ্র দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। তবে জানেন কি ভারতে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে পর্যটন নিষিদ্ধ? এমনকি ভারতীয়রাও সেখানে প্রবেশ করতে পারবেন না। ঠিক কোন কোন জায়গায় রয়েছে এই তালিকাতে? দেখুন।
ভারতের কোন কোন জায়গায় প্রবেশ নিষিদ্ধ?
প্যাংগং সো লেক
Pangong Tso : লাদাখে অবস্থিত প্যাংগং সো লেকের উপরের অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অসাধারণ সুন্দর এই লেকে কোনও পর্যটক আসতে পারবেন না। তার অন্যতম কারণ এই জায়গা আসলে ভারত এবং চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ একচুয়াল কন্ট্রোলের মধ্যে পড়ে। তবে এই অংশ ছাড়া লেকের যে অংশ ভারতের মধ্যে পড়েছে সেখানে ভারতীয় পর্যটকরা যেতে পারবেন।
স্টোক কাঙ্গরি
Stok Kangri : স্টোক কাঙ্গরি লাদাখে অবস্থিত একটি পর্যটন স্থল ছিল আগে। এখানে হেমিস ন্যাশনাল পার্ক, স্টক কাঙ্গরি শৃঙ্গ পর্যটকদের আকর্ষণ করতো। স্টক কাঙ্গরিতে ট্রেকিং করা যেত। তবে ২০১৯ সাল থেকে এখানে ট্রেকিং বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে স্টক কাঙ্গরিতে প্রবেশ নিষিদ্ধ হয়েছে।
আকসাই চিন
Aksai Chin : এই অঞ্চলে রয়েছে লবণ হ্রদ, লবণ উপত্যকা এবং গিরিখাত। এই অঞ্চলের উপর দিয়ে বইছে কারাকাশ নদী। একসময় এখানে পর্যটনের অনুমতি থাকলেও এখন তা নিষিদ্ধ হয়েছে। বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে অন্যতম ধরা হয় এই জায়গাটিকে।
কাঞ্চনজঙ্ঘা পর্বত
Mount Kanchenjunga : সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বত একসময় পর্বতারোহী এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের বড়ই প্রিয় ছিল। তবে এখন এই জায়গাতে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। স্থানীয় বৌদ্ধদের বিরোধিতায় ২০০১ সালে সিকিম সরকার কাঞ্চনজঙ্ঘা অভিযান নিষিদ্ধ ঘোষণা করে।
চোলামু লেক
Cholamu Lake : ভারত-চীন সীমান্তের নিকটে অবস্থিত চোলামু লেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। সেনাবাহিনী, সিকিমের পুলিশ এবং প্রশাসন কেবল এখানে প্রবেশ করতে পারবে।
ব্যারেন আইল্যান্ড
Barren Islands : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ব্যারেন আইল্যান্ডেও সাধারণের প্রবেশ নিষিদ্ধ। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এই ব্যারেন আইল্যান্ড। ১৯৯১ সালে এখানে ভয়ংকর অগ্নুৎপাত হয়েছিল। যে কারণে এখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভ্রমণের সময় নৌকা করে দূর থেকে ব্যারেন আইল্যান্ড দেখতে পারবেন।
নর্থ সেন্টিনেল আইল্যান্ড
North Sentinal Islands : ভারতের অন্যতম বিপজ্জনক জায়গা নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বসবাস করেন আদিবাসীরা। যারা বাইরে থেকে কোনও মানুষের প্রবেশ পছন্দ করেন না তাদের এলাকায়। এমনকি বাইরে থেকে কেউ গেলে সেন্টিনেলি আদিবাসীরা তাদের হত্যাও করেছে এমন ঘটনাও ঘটেছে। ভারত সরকার ২০০৬ সালে এই দ্বীপগুলোর ৪ কিলোমিটারের মধ্যে বাইরে থেকে কারও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
নিকোবর দ্বীপপুঞ্জ
The Nicobar Islands : নিকোবর দ্বীপপুঞ্জেও কিছু আদিবাসী রয়েছেন যারা বাইরের সভ্যজগতের অংশ হতে চান না। অনধিকার প্রবেশে তারা তীর-ধনুক নিয়ে হামলা চালিয়েছেন এমন ঘটনাও শোনা যায়। ভারত সরকার এখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি স্থানীয় পোর্ট ব্লেয়ারের বাসিন্দারাও এখানে যেতে পারেন না। ভারতীয় নৌবাহিনী দ্বীপটির উপর নজরে রাখে।
লাক্ষাদ্বীপের কিছু দ্বীপ
Lakshadweep Islands : ভ্রমণের জন্য লাক্ষাদ্বীপ আদর্শ জায়গা। এখানে ৩৬টি দ্বীপ রয়েছে। তবে তার মধ্যে বেশ কিছুতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় নাগরিকেরা বাঙ্গারাম, আগত্তি, কদমত, কাভারাত্তি, কালাপানি এবং মিনিকয় দ্বীপপুঞ্জে যেতে পারবেন। তবে এছাড়া অন্যান্য দ্বীপগুলোতে ভারতীয় এবং বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ।
চীনের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশ
Arunachal Pradesh : অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীন নিজের দখলে বলে দাবি করে। এখানে গ্রাম তৈরি করে চীনা সেনারা ঘাঁটি তৈরি করেছে। এই জায়গাকে ভারতের সবথেকে বিপদজনক জায়গাগুলোর মধ্যে অন্যতম ধরা হয়।
BARC
চেন্নাইতে অবস্থিত BARC অর্থাৎ ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে পরমাণু নিয়ে গবেষণা হয়। নিরাপত্তার কারণে এই স্থানে আসতে পারবেন না কোনও পর্যটক। কেবল শিক্ষার্থী এবং গবেষকরা এখানে আসতে পারেন।