কম খরচের মধ্যে পাহাড় ঘুরতে চান? তাহলে খুব বেশি দূর যেতে হবে না আপনাকে। পশ্চিমবঙ্গেই রয়েছে এমন একটি অজানা পাহাড়ি গ্রাম যেখানে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন। কালিম্পং এর খুব কাছেই রয়েছে ছোট্ট সুন্দর এই গ্রাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার। আবার আশেপাশেও ঘোরাঘুরির স্থান কম নেই কিছু। জেনে নিন সবিস্তারে।
কোথায় যাবেন?
গ্রামের নাম পাবং। নামের মতই খুব ছোট্ট এই গ্রাম। মেঘমুক্ত দিনে এখানে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালিম্পং থেকে অবশ্য অনেকটা উঁচুতে অবস্থিত এই গ্রাম। তাই আশেপাশে অনেক পাহাড় দেখা যায়। এখানে খুব বেশি মানুষের বাস নেই। এমন একখানা ঠান্ডা, শান্ত, নির্জন পরিবেশে কয়েকটা দিন কাটাতে পারলে বেশ ভালই লাগবে।
কী কী দেখবেন?
পাবং গ্রামের চারপাশে রয়েছে নদী উপত্যকা। রয়েছে দেবদারু, ওক, পাইন গাছের সারি, কমলা লেবুর বাগান। আর এর মধ্যে অনেক নাম না জানা পাখি দেখবেন এবং তাদের ডাক শুনবেন। এই সমস্ত পাহাড়ি পাখি নদীর জলে নেমে খেলা করে। তাদের দেখে এবং তাদের গান শুনলে মন ভরে যাবে। আকাশ পরিস্কার থাকলে দেখবেন কাঞ্চনজঙ্ঘা। মনের সব চিন্তা দূর হয়ে যাবে।
পাবং গ্রামে পাহাড়ের কোল বেয়ে নেমে এসেছে ঝর্ণা। সেই ঝর্ণার জল স্পর্শ করলে যেন সব ক্লান্তি মুছে যায়। এই গ্রামে স্থানীয়রা জৈব পদ্ধতিতে চাষাবাদ করেন। সেসব দেখতে পারেন। এছাড়া এখান থেকে লোলেগাঁও, চারখোল, কোলাখাম, রিষপ যাওয়া যায়। এখান থেকে চারখোলের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার।
আরও পড়ুন : এক ধাক্কায় বেড়ে গেল ডুয়ার্স ঘোরার খরচ! এবার থেকে দিতে হবে বাড়তি টাকা
আরও পড়ুন : প্রকৃতির কোলে প্রাকৃতিক সুইমিং পুল! বেড়িয়ে আসুন এই ৪ জায়গা
কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে পাবং গ্রামের দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। নিউ মাল জংশন থেকে যদি যান তাহলে একেবারে কাছেই পড়বে এই ভিউ পয়েন্ট। এখানে রাতে থাকা এবং খাওয়ার খরচ ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকার মধ্যে থাকবে। তাহলে আর দেরি কেন? ব্যাগ পত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন এই অজানা পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে।