কলকাতার আশেপাশে উইকেন্ডে সময় কাটানোর সেরা ৪টি ঠিকানা

উইকেন্ডে ঘরে বসে বোর হচ্ছেন? ঘুরে আসুন কলকাতার আশেপাশের এই ৪ জায়গা থেকে

কলকাতা থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে সাজানো-গোছানো ছোট্ট শহর চন্দননগর। এখানে নন্দদুলাল মন্দির, চন্দননগর মিউজিয়াম, চন্দননগর চার্চ বা পাতাল বাড়ি রয়েছে।

কলকাতা থেকে হুগলির তারকেশ্বরের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। এখানে রয়েছে জ্যোতিরালিঙ্গের মন্দির নাট মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, কালী মন্দির, দুধপুকুর, বুদ্ধ মন্দির ইত্যাদি।

কলকাতা থেকে মাত্র ৫৪ কিলোমিটার দূরে রায়চক। এখানে দুর্গ, ডায়মন্ড হারবার, লাইট হাউস, চিংড়িখালি দুর্গ দেখতে পাবেন।

কলকাতা থেকে মাত্র ৭ ঘন্টা লাগে চাঁদিপুর সৈকত পৌঁছাতে। পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুন্ডু জলপ্রপাত, নীলগিরি জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, খিরাচরা গোপীনাথ মন্দির, বুড়িবালাম নদীর মোহনা সহ নানা স্থান দেখতে পাবেন।

কলকাতা থেকে সামান্য দূরে উত্তর ২৪ পরগনা জেলার মিলেনিয়াম সায়েন্স পার্ক। পার্কে রয়েছে রোপওয়ে, বোটিং , সাইন্স রুম, ঘোড়া দোলনা, তারা মন্ডল সহ থ্রিডি শো, ভূতের গুহা এবং আরও অনেক কিছু।