রেলের উন্নয়ন কার্যত ভারত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ২০১৪-১৫ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত ভারতীয় রেল দুর্দান্ত গতিতে কাজ করেছে। আগামী কয়েক বছরের মধ্যে গোটা ভারতেই রেলের নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত ১০ বছরে দেশে কত কিলোমিটার রেললাইন পাতা হয়েছে জানেন? সম্প্রতি এই মর্মে একটি আরটিআইয়ের জবাব দিয়েছে ভারতীয় রেল।
রাইট টু ইনফর্মেশন অ্যাক্ট তথা আরটিআই মারফত রেল মন্ত্রকের কাছে বেশ কিছু প্রশ্ন পৌঁছেছিল। সেই সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে রেলের তরফ থেকে জানানো হয়েছে বিগত ১০ বছরে সমগ্র ভারতে ২৭০৫৭.৭ কিলোমিটার রেললাইন পাতা হয়েছে। প্রতিদিনে গড়ে ৭.৪১ কিলোমিটার রেল লাইন পাতা হয় বর্তমানে।
ভারতীয় রেল এখন দেশের বিভিন্ন প্রান্তে নতুন লাইন পাতছে। কোথাও কোথাও লাইন ডাবল করা হচ্ছে। কোথাও তিনটি লাইন পাতা হচ্ছে তো কোথাও গেজ কনভার্সনের কাজ চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বলেন ভারতীয় রেলে বর্তমানে প্রত্যেকদিন ১৫ কিলোমিটার নতুন ট্র্যাক বসানোর কাজ করছে।
রেলমন্ত্রী আরও জানিয়েছেন এবছর জুন মাসের মধ্যেই ৫৫০০ কিলোমিটার পথে নতুন রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে। ২০১৪ সালে প্রতিদিন ৪ কিলোমিটার রেলওয়ে ট্র্যাক সংযুক্ত হত। এখন প্রতিদিন তা বাড়িয়ে ১৫ কিলোমিটার করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ৩,৯০১ কিলোমিটার রেল ট্র্যাক বসানো হয়েছে। এর মধ্যে ৪৭৩ কিলোমিটারের নতুন লাইন রয়েছে। ডবল লাইন হয়েছে ৩১৮৫.৫৩ কিলোমিটারের।
আরও পড়ুন : ট্রেনে ঘুমিয়ে পড়লেও মিস হবে না স্টেশন! করুন শুধু ছোট্ট এই কাজ
আরও পড়ুন : যাত্রী সুবিধার্থে চলবে স্পেশাল মেট্রো! কবে, কোন রুটে? রইল টাইম টেবিল
২০২১ সালের করোনা পরিস্থিতির মধ্যেও রেলওয়ের কাজ বন্ধ ছিল না। ২০২১ সালের জুলাই মাসে অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন তার নেতৃত্বে ৩৯০১ কিলোমিটার ট্র্যাক বসানো হয়েছে। ওই বছর প্রত্যেকদিন গড়ে ১০.৬৮ কিলোমিটার কাজ হয়েছিল।