পুজোয় টিকিটের চাহিদা তুঙ্গে এখন থেকেই! অ্যাডভান্স টিকিট বুক করে ফেলুন এইভাবে

Published on:

Advance Ticket Booking Opening In Sealdah And Howrah Division For Durgapuja

জুন মাসের মাঝামাঝি সময় এসে উপস্থিত। আর মাত্র ৪ মাসের মাথায় দুর্গাপুজো। পুজোর লম্বা ছুটিটাকে কাজে লাগিয়ে দূরে কোথাও ঘুরে আসার প্ল্যান করতে শুরু করেছেন অনেকেই। এখন থেকেই যদি রাজ্যের মধ্যে কিংবা বাইরের কোনও জায়গায় বেড়ানোর প্ল্যান করেন আপনি তাহলে ভারতীয় রেলের তরফ থেকে একটা বড় খবর রয়েছে আপনার জন্য। খুব শীঘ্রই ‌চালু হতে চলেছে পুজো স্পেশাল ট্রেন টিকিট পরিষেবা।

প্রায় প্রত্যেক বছরই পূজোর সময় ‌ স্টেশনের স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পুজোর সময় যত এগিয়ে আসে চাপ তত বাড়ে। জুন-জুলাই মাস থেকেই পুজোর জন্য অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হয়ে যায়। তাই ভারতীয় রেল পুজোর টিকিট বুকিংয়ের জন্য সংরক্ষিত টিকিট কাউন্টার রবিবারেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Train

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে রবিবার সকালের শিফটে রিজার্ভেশন অফিস খোলা থাকবে। আগামী ১৬ই জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত শিয়ালদা এবং হাওড়া বিভাগের এই রিজার্ভেশন অফিসগুলো রবিবারেও খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। যাতে যাত্রীরা তাদের সুবিধামত টিকিট কেটে ফেলতে পারেন। এতে যাত্রী এবং রেল, উভয় তরফেরই চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ১৬ই জুন, ২৩ শে জুন, ৩০ শে জুন, ৭ই জুলাই এবং ১৪ই জুলাই সকালে রিজার্ভেশন অফিসগুলো খোলা রাখা হবে। শিয়ালদা ডিভিশনের কোন কোন জায়গায় রিজার্ভেশন অফিস খোলা থাকবে সেই তালিকা প্রকাশ করেছে রেল। এক নজরে দেখে নিন সেই তালিকা।

আরও পড়ুন : ট্রেন টিকিট হারালে বা ছিঁড়ে গেলেও ট্রেনে উঠতে পারবেন! জেনে নিন কীভাবে

Train

আরও পড়ুন : যাত্রী সুবিধার্থে চলবে স্পেশাল মেট্রো! কবে, কোন রুটে? রইল টাইম টেবিল

শিয়ালদা ডিভিশনের কোন কোন জায়গায় রিজার্ভেশন অফিস খোলা থাকবে?

শিয়ালদহ, কলকাতা, বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, দক্ষিনেশ্বর, বেলঘড়িয়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, শ্যামনগর, কাঁকিনাড়া , নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, মাজদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরি, দেবগ্রাম, পলাশি, বেলডাঙা, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, লালগোলা, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, হাবরা, ঠাকুরনগর, বনগাঁ, বসিরহাট, হাসনাবাদ, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ , সোনারপুর, বজবজ , মাঝেরহাট এবং ক্যানিং।