আগামী রবিবার সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। অতএব পরীক্ষার্থীদের ভিড় থাকবে বেশ। সিভিল সার্ভিসের মত গুরুত্বপূর্ণ পরীক্ষাতে যাতে যাতায়াত নিয়ে পরীক্ষার্থীদের কোনও উদ্বেগের মধ্যে না পড়তে হয় তার জন্য স্পেশাল মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। এর জন্য মেট্রোর টাইম টেবিলে কিছু পরিবর্তন আনা হয়েছে। দেখে নিন।
মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ই জুন অর্থাৎ রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে ৮ টি অতিরিক্ত মেট্রো চলাচল করবে। রবিবার ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে সকাল ৯.০০টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু পরীক্ষার কারণে সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ৯.০০টার বদলে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.০০টায়।
সাধারণত অন্যান্য সাধারণ দিনে রবিবার আপ এবং ডাউন মিলিয়ে ১৩০ টি মেট্রো চলাচল করে গোটা দিনে। তবে রবিবার যেহেতু পরীক্ষা আছে তাই সেই সংখ্যাটা বাড়িয়ে ১৩৮ করা হবে। এর মধ্যে ১৩৩ টি মেট্রো দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে চলাচল করবে। আপ এবং ডাউন মিলিয়ে দুই দিকে ৬৯ টি মেট্রো চলাচল করবে।
আরও পড়ুন : এইদিন থেকে চালু হবে বন্দে ভারত মেট্রো! বুক করা যাবে অ্যাডভান্স টিকিট
আরও পড়ুন : কলকাতা মেট্রোয় চালু হচ্ছে অত্যাধুনিক এই ব্যবস্থা! যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ রেলের
সকাল ৭ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে আধঘন্টা অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন ইউপিএসসি পরীক্ষার জন্য আগামী রবিবার স্পেশাল ট্রেন চালানো হবে। পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও এই অতিরিক্ত ট্রেনে উঠতে পারবেন।