ডকুমেন্টস ছাড়াই পাসপোর্ট বানান এইভাবে! ফোনে থাকতে হবে শুধু এই অ্যাপ

Published on:

How To Apply For Passport Without Any Documents By Digilocker

বর্তমান সময়ে পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ কার্যত সম্ভব নয়। জরুরী প্রয়োজনে বা বেড়ানোর তাগিদে যারা দেশের বাইরে যেতে চাইছেন ‌তাদের আগে পাসপোর্ট জোগাড় করতেই হবে। তবে অফলাইনে পাসপোর্ট জোগাড় করার প্রচুর হ্যাপা রয়েছে। অনেক ডকুমেন্টস লাগে। কিন্তু ফোনে নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে ডকুমেন্টস ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন পাসপোর্ট। কীভাবে? জেনে নিন পদ্ধতি।

ডকুমেন্টস ছাড়া পাসপোর্ট বানানোর জন্য আপনাকে মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে হবে ডিজি লকার অ্যাপ। এই অ্যাপের সম্পর্কে অনেকেই হয়তো শুনে থাকবেন। খোদ ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে অনুমোদন পেয়েছে এই অ্যাপ্লিকেশন। এটি একটি সরকারি অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। আপনি আপনার যাবতীয় জরুরি নথিপত্র এই অ্যাপের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। সব সময় কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করার প্রয়োজন পড়বে না আর।

PASSPORT

ডিজি লকার অ্যাপ্লিকেশনটি অনেকটা ঠিক ডিজিটাল লকারের মত। এর মধ্যে আপনি আপনার জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল-কলেজের মার্কশিট কিংবা সার্টিফিকেট, আধার কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যাবতীয় জরুরী নথিপত্র সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রয়োজনমতো ফোনে অ্যাপ্লিকেশন খুলে সেই নথি দেখালেই হবে। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও এই অ্যাপ আপনাকে সহায়তা করবে।

বর্তমান সময়কালে আর কাগজের নথিপত্র বয়ে নিয়ে বেড়ানোর প্রয়োজন নেই। বেশিরভাগ আবেদন এখন অনলাইনে হয়। আর অনলাইনে আবেদনের সময় ডিজি লকার থেকে যদি নথিপত্র জমা দেন সেক্ষেত্রে তা ব্যবহারের অনুমতি দিয়েছে খোদ ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তাই কেউ সেটা নিতে অস্বীকার করতে পারবে না।

PASSPORT

বিদেশ মন্ত্রকের তরফ থেকেও জানানো হয়েছে যে পাসপোর্টের জন্য যারা আবেদন করতে চাইছেন তারা তাদের নথিপত্র ডিজি লকারে আপলোড করে রাখলে আবেদনের সময় তা ব্যবহার করতে পারবেন। এর জন্য আলাদা করে আসল কপি সঙ্গে আনার প্রয়োজন নেই। যেহেতু এটি একটি সরকারি প্ল্যাটফর্ম তাই আপনার নথিও সুরক্ষিত থাকবে।

ডিজি লকারের মাধ্যমে কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন?

এর জন্য প্রথমে ফোনে ডিজিলকার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নেওয়ার পর সমস্ত প্রয়োজনীয় নথি এর মধ্যে ভরে ফেলুন। এবার ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন জমা দিন। পাসপোর্ট অফিসে বসেই আপনি ডিজি লকার অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রথমে ফোনে ওটিপি আসবে এবং তারপর নথিপত্র যাচাই হবে।

আরও পড়ুন : পাসপোর্টে এই একটি ভুল থাকলে যেতে হতে পারে জেলে, শুধরে নিন এখনই

PASSPORT

আরও পড়ুন : বিমানের ইকোনোমি ক্লাস কী? এখানে কী কী সুবিধা মেলে?

পাসপোর্ট তৈরিতে কতদিন লাগে?

আবেদন করার পর যাচাই এবং নথি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত সময় লাগে পাসপোর্ট তৈরিতে। পাসপোর্ট বানানোর ফি ১৫০০ টাকা। যদি কেউ বেশি পৃষ্ঠার পাসপোর্ট চান তাহলে তাকে ২০০০ টাকা দিতে হয়।