প্রথমবার পাহাড়ে যাচ্ছেন? কোন কোন বিষয় মাথায় রাখবেন?

কখনও বৃষ্টি, কখনও বরফপাত, কখনও আবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, পাহাড়ি আবহাওয়া সবসময় এক থাকে না। ছাতা-রেনকোট, অতিরিক্ত গরম পোশাক সঙ্গে রাখবেন।

খাওয়া-দাওয়ার ব্যবস্থা, হোটেল থেকে দর্শনীয় স্থানগুলোর পরিক্রমা কীভাবে হবে? আগে থেকেই তৈরি  রাখুন রুটম্যাপ।

পাহাড়ি রাস্তায় সাধারন জুতো চলবে NAহাইকিং জুতো, মাউন্টেনিয়ারিং জুতো, নিদেনপক্ষে স্নিকার্স পরে হাঁটতে পারেন।

বমি, জ্বর, সর্দি-কাশি, পেটের গোলমাল, মাথাব্যথার ওষুধ সঙ্গে রাখুন।

খুব বেশি দুর্গম এলাকাতে যাবেন না। স্থানীয় অভিজ্ঞ গাইডকে সঙ্গে রাখবেন। খুব বেশি অ্যাডভেঞ্চার করতে যাবেন না।

বাড়তি কিছু টাকা সঙ্গে রাখুন। শুকনো খাবার,ছাতা, পলিথিন, রেইনকোট,নিজস্ব সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, চিরুনি, ভেসলিন, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, হেয়ার ড্রায়ার, বডি স্প্রে, সানগ্লাস, তুলো, টিস্যু পেপার, তোয়ালে, জলের বোতল, ফ্ল্যাক্স সঙ্গে রাখুন।

পাহাড়ি এলাকাতে জোঁকের প্রতিকারে লবণ, মশার সমস্যার জন্য ওডোমস জাতীয় ক্রিম সঙ্গে রাখতে পারেন।

পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল চার্জার, টর্চ নিতে ভুলবেন না।