যারা বিমানে যাতায়াত করেন কিংবা করেন না, অন্ততপক্ষে বিমানের বিজনেস ক্লাস এবং ইকোনোমি ক্লাস সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন? রেলে যেমন জেনারেল প্যাসেঞ্জার ক্লাস, স্লিপার ক্লাস, এসি ক্লাস ইত্যাদি বিভিন্ন ভাগ থাকে, প্রত্যেকটা বিমানেও সেরকম ২টি ক্লাস থাকে। এর মধ্যে বিজনেস ক্লাসের ভাড়া ইকোনোমি ক্লাসের তুলনায় কম। ইকনোমি ক্লাসে বাড়তি কী কী সুবিধা পাওয়া যায় জানেন?
বিমানের বিজনেস ক্লাসের ভাড়া যেহেতু কম তাই সেখানে সুযোগ-সুবিধা কম। অন্যদিকে যারা ইকোনোমি ক্লাসে যাতায়াত করেন তাদের ভাড়া দিতে হয় বিজনেস ক্লাসের তুলনায় কয়েক গুণ বেশি। তবে ইকোনোমি ক্লাসের যাত্রীরা যাত্রাকালে অনেক উন্নতমানের সুযোগ-সুবিধা পান। কী কী সুবিধা? জেনে নিন।
ভিস্তারা
ভিস্তারা এয়ারলাইনের প্রিমিয়াম ইকোনোমি ক্লাসের ব্যবস্থা সব থেকে উন্নত মানের। এই ক্লাসের সিটের ভাড়া সাধারণত ৮ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়। বড় সিট, পা রাখার জন্য আলাদা জায়গা, আরামে বসার জন্য বিশেষ ব্যবস্থা, নিজের পছন্দ মত খাবার, বোর্ডিংয়ের সময় প্রায়োরিটি চেকিং, অতিরিক্ত ব্যাগেজ রাখার অনুমোদন ও লাউঞ্জ অ্যাক্সেসের সুযোগ পান যাত্রীরা।
এয়ার ইন্ডিয়া
আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার প্রিমিয়াম ইকনোমি ক্লাসের ভাড়া ২০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা হয়। সুবিধার মধ্যে যাত্রীরা বড় আরামদায়ক সিট, উন্নত মানের খাবার, বোর্ডিংয়ের প্রায়োরিটি চেক ইন, অতিরিক্ত ব্যাগেজ রাখার অনুমোদন ও বিমান সফরের সময় বিনোদনের সুবিধা পান।
স্পাইসজেট
ভারতের মধ্যে চলাচলের জন্য স্পাইসজেটের ইকোনোমি ক্লাসের ভাড়া ১ হাজার থেকে, ২ হাজার টাকার মধ্যে হয়। অতিরিক্ত সুবিধার মধ্যে যাত্রীরা অতিরিক্ত ৬ ইঞ্চি বড় সিট, প্রায়োরিটি বোর্ডিং চেক ইন, বিনামূল্যে খাবার এবং পানীয় ও অতিরিক্ত ব্যাগেজের অনুমোদন পান।
আরও পড়ুন : অনলাইনে বিমানের টিকিট বুক করার সময় সাবধান, জালিয়াতি এড়াতে মাথায় রাখুন এই ৫ বিষয়
আরও পড়ুন : এই ৩ খাবার খেয়ে কখনও বিমানে উঠবেন না, মাঝ আকাশে শরীর খারাপ হতে পারে
ইন্ডিগো
ইন্ডিগোর ইকনোমি ক্লাসের টিকিটের ভাড়া হয় ১০০০ থেকে ২০০০ টাকা। অতিরিক্ত সুবিধা হিসেবে অতিরিক্ত পাদানি যুক্ত সিট, খাবার এবং পানীয়, প্রায়োরিটি ব্যাগেজ চেক ইন এবং বিনামূল্যে সিট বাছাই করা যায়।