এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে লোকাল ট্রেনে চাপা যায়? ৯৯% মানুষ জানেন না

Published on:

Can You Travel In Express Train By Local Train Ticket

নিত্যদিনের যাতায়াত হোক কিংবা দূরপাল্লার যাত্রা, গ্রাম শহর নির্বিশেষে সাধারণ মানুষের বড় ভরসা হল ভারতীয় রেল। কয়েক ঘন্টার পথ পৌঁছে যাওয়া যায় কয়েক মিনিটে। যাতায়াতের জন্য টিকিটের খরচ নামমাত্র। বর্তমানে ভারতীয় রেলে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন এবং মেইল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায়। এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে লোকাল ট্রেনে ওঠা যায় কি?

লোকাল ট্রেনের টিকিটে এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করা যায়?

লোকাল ট্রেনে প্রধানত ডেইলি প্যাসেঞ্জারি বা কম দূরত্বের যাত্রা যারা করেন তারা যাতায়াত করেন। আর এক্সপ্রেস ট্রেনে দূরে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হয়। তবে লোকাল ট্রেনের টিকিট (Local Train Ticket) কেটে এক্সপ্রেস ট্রেনে সফর করা যায় না। এর অন্যতম কারণ টিকিটের দাম। এক্সপ্রেস ট্রেনের টিকিটের (Express Train Ticket) দাম বেশি হয়। লোকাল ট্রেনের টিকিটের দাম কম থাকে। লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে সফর করা অপরাধ। এক্ষেত্রে মোটা টাকা জরিমানা কিংবা কড়া শাস্তিও পেতে হয়।

Train

এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে লোকাল ট্রেনে যাওয়া যায়?

এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে আপনি লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন। কারণ এক্ষেত্রে এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম লোকাল ট্রেনের তুলনায় বেশি। তবে কিছু শর্ত মানতে হবে আপনাকে। দেখুন এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে লোকাল ট্রেনে সফরের কী কী নিয়ম রয়েছে।

  • আপনার কাছে যে এক্সপ্রেস ট্রেনের টিকিট রয়েছে এবং আপনি যে লোকাল ট্রেনে উঠেছেন উভয়ের গন্তব্য পথ একই হতে হবে। এক্ষেত্রে ধরুন, আপনার কাছে হাওড়া-পুরী এক্সপ্রেস ট্রেনের টিকিট আছে। এই রুটের যেকোনও লোকাল ট্রেনে আপনি যাতায়াত করতে পারবেন।
  • আপনার কাছে যে এক্সপ্রেস ট্রেনের টিকিট রয়েছে সেই টিকিটের গন্তব্য যতদূর লোকাল ট্রেনে আপনি ঠিক তত দূরই সফর করতে পারবেন। এক্ষেত্রে ধরুন এক্সপ্রেস ট্রেনে আপনি খড়গপুর অবধি যাওয়ার টিকিট কেটেছিলেন। লোকাল ট্রেনেও আপনাকে খড়্গপুরেই নামতে হবে। তার থেকে বেশি দূর যাত্রা করতে পারবেন না।

আরও পড়ুন : ২০ টাকায় ভরপেট খাবার! ভারতীয় রেলের এই ব্যবস্থার কথা ৯৯% মানুষ জানেন না

TRAIN TICKETS

টিকিট ছাড়া ট্রেনে উঠলে কী করবেন?

টিকিট ছাড়া ট্রেনে উঠলে জরিমানা এবং জেল পর্যন্ত যেতে হতে পারে। তবে শুধু একটা কাজ করলে আপনি জেল যাত্রা আটকাতে পারবেন। ট্রেনে উঠেই টিটিইকে জানান যে আপনার কাছে টিকিট নেই। টিটিই আপনার থেকে ২৫০ টাকা জরিমানা নেবে। তার সঙ্গে টিকিটের দাম দিতে হবে।

আরও পড়ুন : সিট ছাড়াও ট্রেন টিকিটে কী কী ফ্রী পাওয়া যায়? ৯৯% মানুষ জানেন না

এছাড়াও যদি আপনার কাছে প্ল্যাটফর্ম টিকিট থাকে তাহলেও আপনার জরিমানা বা কারাদণ্ড হবে না। প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে উঠে যদি টিটিইকে বলেন আপনাকে হঠাৎ করেই ট্রেনে উঠতে হয়েছে, আপনার কাছে প্ল্যাটফর্ম টিকিট আছে তাহলে আপনি যে স্টেশনে যেতে চাইছেন সেই স্টেশনের টিকিট আপনাকে দেবেন টিটিই।