সুন্দরবন নয়, উইকেন্ডে ঘুরে আসুন বাংলার মিনি সুন্দরবন থেকে, মন ভরে যাবে

Published on:

Travel Visit To Golpata Forest In Taki Know Details

ভ্যাপসা গরমে ঘরে আর মন টিকতে চাইছে না? দূরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? যদি পাহাড় ও সমুদ্র বাদে কয়েকটা দিন বনে-জঙ্গলে প্রকৃতির কোলে নিরিবিলিতে কাটাতে চান তাহলে আজকের এই প্রতিবেদনে রইল তেমনই এক জায়গার সন্ধান। না, সুন্দরবন নয়। আজকে যে জায়গাটির কথা বলবো আপনাদের তাকে অবশ্য মিনি সুন্দরবন বলা যেতে পারে। জেনে নিন এই জায়গা সম্পর্কে।

সুন্দরবন যাওয়ার মত সময় যাদের হাতে নেই তারা সপ্তাহ শেষে এক দু দিনের ছুটিকে কাজে লাগিয়েই ঘুরে আসতে পারেন মিনি সুন্দরবন ওরফে টাকির গোলপাতা জঙ্গল থেকে। কলকাতা থেকে একদমই কাছে পড়বে এই জঙ্গল। এই গোলপাতার জঙ্গল যেন সুন্দরবনেরই এক বিচ্ছিন্ন অংশ। এখানকার শান্ত ও নিরিবিলি পরিবেশ এবং ইছামতীর স্নিগ্ধ বাতাস গরম ভুলিয়ে আপনার মন জুড়িয়ে দেবে।

Taki and Golpata Forest

কী কী দেখবেন?

উত্তর ২৪ পরগনার টাকি খুবই ছোট্ট একটি শহর। এই শহর ইছামতী নদীর তীরে অবস্থিত। নদীর ঠিক ওপারেই বাংলাদেশ। টাকি পুবের বাড়ি, রাজবাড়ি ঘুরে দেখবেন। তারপর পৌঁছে যাবেন ম্যানগ্রোভের জঙ্গল ঘেরা মিনি সুন্দরবন ওরফে গোলপাতার জঙ্গলে। এখানে রয়েছে গোলপাতা গাছ, সুন্দরী গাছ এবং ম্যানগ্রোভের জঙ্গল।

এখানে গোল পাতার গাছগুলো বড় বড় ছাউনি তৈরি করেছে জঙ্গলের মধ্যে। তার ফাঁক দিয়ে সূর্য রশ্মি প্রবেশ করে জঙ্গলের মধ্যে। সুন্দরবনের জঙ্গলের মতই ঘন এই গোল পাতার জঙ্গল। জঙ্গলের পথ ধরে এগোতে এগোতে টাকি নদীর তীরে পৌঁছে যাবেন। সেখান থেকে ওইপারের বাংলাদেশের মাঠ, জমি দেখা যায়।

আরও পড়ুন : অনেক হল দীঘা-পুরী! নিরিবিলিতে সময় কাটাতে ঘুরে আসুন এই ৫ সমুদ্র সৈকত

Taki and Golpata Forest

আরও পড়ুন : বর্ষায় উপচে পড়ে ফুলের বাগান! জুন-জুলাই মাসে ঘুরে আসুন পৃথিবীর স্বর্গোদ্যান থেকে

কীভাবে যাবেন?

যদি আপনি গোলপাতার জঙ্গলে যেতে চান তাহলে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে যেতে পারবেন টাকি স্টেশনে। যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। তারপর সেখান থেকে টোটো ধরে ৫ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় টাকি শহরে।