বাংলার সেরা ট্রেকিং সাইট কোনগুলো? রইল তালিকা

এই গরমে ঠান্ডার দেশে ট্রেকিংয়ে যেতে চান? খুব বেশি দূরে নয়, এমন স্থান রয়েছে আপনার হাতের নাগালেই। রইল বাংলার সেরা ট্রেকিং সাইটগুলোর তালিকা।

 মানভঞ্জন থেকে ৩২ কিলোমিটার পথ ট্রেকিং করে উঠতে হয়। মানভঞ্জন থেকে টংলু, কালিপোখারী হয়ে পৌছবেন সান্দাকফু। তারপর চাইলে ফালুট, রমন, রিম্বিকেও যেতে পারেন।

সান্দাকফু ট্রেক

বক্সা-জয়ন্তী ট্রেক

রোভারস পয়েন্ট এবং ভুটানের রুপাম ভ্যালি থেকে ট্রেকিং করে বক্সা পৌঁছাতে যথাক্রমে ৪ এবং ১৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। সাঁওতাল বাড়ি থেকে ৩ কিলোমিটার হেঁটেও বক্সা জাতীয় উদ্যান পৌঁছানো যায়।

দার্জিলিং ট্রেকিং

দার্জিলিং থেকে টাইগার হিল ট্রেকিং, সান্দাকফু ফালুট ট্রেকিং, সিঙ্গালিলা ট্রেকিং, ধুতড়ে-টংলু ট্রেকিং, লামাহাট্টা ট্রেকিং, নেওড়া ভ্যালি ট্রেকিং, গোর্খে থেকে ফালুট ট্রেকিং, টংলু-টুমলিং ট্রেকিং, রিম্বিক-শ্রীখোলা ট্রেকিং, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ট্রেকিং করতে পারবেন।

কালিম্পং ট্রেকিং

কালিম্পংয়ে হাইকিংয়ের ভালো ব্যবস্থা আছে। গাইডের সাহায্যে ১৫০০ কিলোমিটার পথ হাইকিং করা যায়।

বাঁকুড়া ট্রেকিং

বাঁকুড়ার বিহারীনাথ, কোকো শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং এবং হাইকিং করতে পারবেন।