এইদিন থেকে চালু হবে বন্দে ভারত মেট্রো! বুক করা যাবে অ্যাডভান্স টিকিট

Published on:

Vande Bharat Metro Trail Run Will Start From July 2024

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর এবার বন্দে ভারত মেট্রো নিয়ে তুমুল উন্মাদনা কাজ করছে সাধারণের মনে। খুব শীঘ্রই নয়া দিল্লি থেকে আগ্রা রেল সেকশনে বন্দে ভারত মেট্রো চলাচল করবে। এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরই এই মেট্রো ট্রেন চালু হবে বলে শোনা গিয়েছিল। সম্প্রতি মোদি সরকার তৃতীয়বারের মত সরকার গঠন করলো। তাই এবার বন্দে ভারত মেট্রো ট্রেন চালু হতেও আর খুব বেশি দেরি নেই।

বন্দে ভারত মেট্রো ট্রেন কার্যত দুর্দান্ত গতি সম্পন্ন। ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে চলতে পারে এই ট্রেন। ট্রেনগুলি ১২ থেকে ১৬ কোচের হবে। বহু মানুষ এতে যাতায়াত করতে পারবেন। নয়াদিল্লি ইন্টারসিটি হিসেবে এই মেট্রো ট্রেন আপাতত পরীক্ষামূলকভাবে চলাচল করবে আগ্রা এবং লক্ষনৌয়ের মধ্যে।

Vande Bharat Metro

কবে থেকে চলবে বন্দে ভারত মেট্রো?

ভারতীয় রেলের পরিকল্পনা অনুসারে আপাতত ১৫০ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে সমস্ত শহর এবং শহরতলীগুলোকে বন্দে ভারত মেট্রোর সঙ্গে জুড়ে ফেলা হবে। আগ্রা থেকে দিল্লির দূরত্ব ২০০ কিলোমিটার। এই রুটেই দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন চালু হবে। যতদূর জানা যাচ্ছে জুলাই মাসের শুরুতেই নাকি পরীক্ষামূলকভাবে মেট্রো চলাচল শুরু হবে।

যদি বন্দে ভারত মেট্রো নির্দিষ্ট রুটে সফলভাবে চলাচল করতে পারে তাহলে ধীরে ধীরে দিল্লি ইন্টারসিটি বন্ধ করে দেওয়া হবে। সেই জায়গায় বন্দে ভারত মেট্রো যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেবে। তাই রেল কর্তৃপক্ষ আগে বন্দে ভারত মেট্রোর পরীক্ষার ফলাফল দেখতে চায়। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন : এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে লোকাল ট্রেনে চাপা যায়? ৯৯% মানুষ জানেন না

Vande Bharat Metro

আরও পড়ুন : যাত্রী সুবিধার্থে এই বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেল! ভারী বর্ষাতেও অটুট থাকবে পরিবহন

যতদূর জানা যাচ্ছে, আপাতত যেহেতু বন্দে ভারত মেট্রোর চলাচল পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তাই এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে আগামী কয়েক সপ্তাহ পরে। ট্রেনের ভাড়া কত হবে, ট্রেনের টাইম টেবিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে জুলাই মাসে। আপাতত জানা গিয়েছে, বন্দে ভারত মেট্রোর টিকিট যাত্রীরা অ্যাডভান্স বুক করতে পারবেন। বাংলাও বন্দে ভারত মেট্রোর পরিষেবার আওতায় আসতে পারে।