জুন মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুলাই-আগস্ট মাস পর্যন্ত বর্ষার মরসুম উপভোগ করা যাবে। যারা সদ্য বিয়ে করেছেন কিংবা এই বর্ষার মধ্যেই সঙ্গীকে নিয়ে কোথাও কোনও রোমান্টিক জায়গা থেকে ঘুরে আসতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদনে রইলো ৫টি ঠিকানার সন্ধান। চটজলদি পড়ে নিয়ে বানিয়ে ফেলুন বেড়ানোর প্ল্যান।
মহাবালেশ্বর
বর্ষাতে ছুটি কাটানোর জন্য মহারাষ্ট্রের এই পাহাড়ি শহর থেকে বেরিয়ে আসতে পারেন। ঘন সবুজ দিয়ে ঘেরা এই পাহাড়। বর্ষার সময় পশ্চিমঘাট পাহাড়ের বেশ কিছু অংশ অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। ঘনসবুজ পাহাড়ে যখন ঝিরঝিরে বৃষ্টি নামবে তখন সব মানসিক স্ট্রেস দূর করে দেবে। এখানে নৌকা ভ্রমণ থেকে স্ট্রবেরি বাগান ঘোরার অভিজ্ঞতা নিতে পারবেন। স্ট্রবেরি আইসক্রিম খেতে পারবেন। এখানে কিছু মন্দির, এলিফ্যান্ট নোজ পয়েন্ট, প্রতাপগড় দুর্গ, পঞ্চগনি রয়েছে।
মুন্নার
কেরলের মুন্নারের প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। বর্ষার সময় পাহাড়ি পথে চা বাগানের সৌন্দর্য অনেক বেশি ফুটে ওঠে। এই পাহাড়ের মধ্য দিয়ে কোথাও ঝরনা কোথাও জলাধার তৈরি হয়েছে। একেবারে ছবির মত সুন্দর এই জায়গা। এখান থেকে মাটুপেট্টি ড্যাম, সেলিম আলি বার্ড স্যাংচুয়ারি, আট্টুকাল জলপ্রপাতসহ বিভিন্ন জায়গাতে যেতে পারবেন। ফেরার আগে এখানকার ডার্ক চকলেট খেতে যেন ভুলবেন না।
পুদুচেরি
যদি সমুদ্রে ঘুরতে যেতে চান তাহলে নির্দ্বিধায় ঘুরে আসুন পুদুচেরি সমুদ্র সৈকত থেকে। এখানে অরোভিল, প্রমোনাড, প্যারাডাইস, করাইকল সৈকত থেকে ঘুরে আসতে পারবেন। পুরনো ফরাসি কলোনি থেকেও ঘুরে আসা যাবে। এখানে বিভিন্ন ক্যাফে রয়েছে। রোমান্টিক ডিনার সেরে নিতে পারেন সেখানে।
গোয়া
গোয়ার সমুদ্র সৈকতের কথা না বললেই নয়। ঝিরঝিরে বৃষ্টির সময় গোয়ার সৈকতে হাঁটার আনন্দ মিস করবেন না। গোয়ার সমুদ্র স্নান, এখানকার পাহাড়, নারকেল গাছের সারি, স্পা, নাইট ক্লাব পর্যটকদের আকর্ষণ করে। গোয়াতে রকমারি সামুদ্রিক খাবার মিলবে।
আরও পড়ুন : কলকাতার আশেপাশে নিরিবিলিতে প্রেম করার জন্য সেরা এই ঠিকানা
আরও পড়ুন : নদী, জঙ্গল থেকে সমুদ্র! উইকেন্ডে বেরিয়ে আসুন কাছেপিঠের এই ৫ জায়গা থেকে
বিজনবাড়ি
পশ্চিমবঙ্গেও রয়েছে এমন একটি সুন্দর স্থান। দার্জিলিং জেলার বিজনবাড়ি থেকেও চাইলে ঘুরে আসতে পারেন। বিজনবাড়ির পরিবেশ খুবই নির্জন ও মনমুগ্ধকর। এখানকার কাঠের ঝোলানো বারান্দা থেকে পাহাড়ি নদী ও সবুজ জঙ্গল দেখা, পাখির ডাক শোনা প্রকৃতিপ্রেমীদের খুবই পছন্দের। এখানে অনেক হোম স্টে রয়েছে।