বর্ষার সময় এসে উপস্থিত। অথচ গরম পিছু ছাড়ছে না কিছুতে। রীতিমতো ভ্যাপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী। এই সময় সকলেই ঠান্ডার দেশের বেড়ানোর প্ল্যান করছেন। কেউ যাচ্ছেন দার্জিলিং-গ্যাংটক, কেউ বা বরফ দেখার জন্য যাচ্ছেন কাশ্মীর। তবে জানেন কি খোদ কলকাতার বুকেও স্নো ফল হচ্ছে এখন? কোথায় রয়েছে এমন জায়গা? কীভাবে যাবেন সেখানে? জেনে নিন।
কোথায় যাবেন?
এখন আর বরফ দেখার জন্য দার্জিলিং বা কাশ্মীর যাওয়ার দরকার নেই। খোদ কলকাতার বুকেই হবে বরফ দর্শন। কলকাতার ঠিক পাশেই নিউটাউনে তৈরি হয়েছে একটি স্নো পার্ক। যেখানে আর্টিফিশিয়াল স্নো ফলের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা শহরের উষ্ণতা যতই ৪০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাক না কেন, এখানকার তাপমাত্রা সব সময় থাকছে -৬ ডিগ্রী সেলসিয়াস!
কী কী দেখবেন?
নিউটাউনের এই স্নো পার্কের প্রধান আকর্ষণ হল স্নো ফল। তবে এছাড়াও আরও অনেক স্নো অ্যাক্টিভিটি রাখা হয়েছে পর্যটকদের জন্য। এখানকার পরিবেশ সবসময় ঠান্ডা রাখার জন্য অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল স্নো ফলের পাশাপাশি মিউজিক বাজিয়ে ডান্সের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য একটি বিশেষ মঞ্চ তৈরি হয়েছে।
এছাড়াও এই স্নো পার্কের মধ্যে কিছু রাইড রাখা হয়েছে। খেলার জন্য ছোট ছোট বরফ দিয়ে তৈরি হয়েছে একটি মাঠ। বাচ্চাদের জন্য স্নো প্লে, স্নো ব্লাস্টার রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে সুইস আল্পস, স্ট্যাচু অফ লিবার্টি, মেরু ভাল্লুক, আইফেল টাওয়ারের মত কিছু সেলফি পয়েন্ট। আর রয়েছে মাউন্টেন ক্লাইম্বিংয়ের ব্যবস্থা। এখানেই শেষ নয়, আইস স্কেটিং, ইগলু, টিউব স্লাইড, থ্রিলিং স্লাইডের ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন : মাত্র ৯০ টাকায় ঘুরে আসুন দীঘা! এমন সুযোগ ছাড়লে সারা জীবন পস্তাবেন
আরও পড়ুন : কলকাতার আশেপাশে উইকেন্ডে সময় কাটানোর জন্য সেরা ৪টি ঠিকানা
কীভাবে যাবেন?
কলকাতার নিউটাউনের অ্যাক্সিস মলের মাঠে ৬ তলায় এই স্নো পার্ক তৈরি করা হয়েছে। মেট্রো ধরে গেলে সেক্টর ফাইভ হয়ে যেতে হবে। বাসে নিউ টাউন হয়ে বিশ্ব বাংলার গেটে পৌঁছে সেখান থেকে অটো কিংবা বাসে করে অ্যাক্সিস মলে পৌঁছানো যাবে। আর ট্রেন ধরে যদি কেউ আসেন তাহলে হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে ট্যাক্সি ধরে পৌঁছে যাবেন অ্যাক্সিস মলে।