কবে স্বাভাবিক হবে শিয়ালদহ লাইনের ট্রেন চলাচল? কী বলছে রেল কর্তৃপক্ষ?

Published on:

When The Train Service Will Be Normal In Sealdah Line

শুক্রবারের পর শনিবারেও চরম ভোগান্তির মুখে পড়েছেন শিয়ালদহ শাখার রেলের যাত্রীরা। ১২ কামরার ট্রেন চালানোর জন্য আপাতত তিনদিন শিয়ালদহ শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবারেও ট্রেনের পরিষেবা ব্যাহত থাকবে ওইসব লাইনে। যে কারণে শিয়ালদহ মেন এবং উত্তর শাখার যাত্রীরা চূড়ান্ত হয়রানীর মুখে পড়ছেন। কবে স্বাভাবিক হবে এই পরিস্থিতি?

পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে আগে জানানো হয়েছিল রবিবার পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত থাকবে। তারপর স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। নতুন আপডেট অনুসারে রবিবার দুপুর পেরিয়ে যাবে সব কাজ শেষ হতে। শিয়ালদহের ডিআরএম অফিস থেকে পাওয়া গিয়েছে এই খবর। রবিবার দুপুরের পর কাজ মিটবে। সিস্টেম আবার স্বাভাবিক হতে সোমবার সকাল পেরিয়ে যেতে পারে।

SEALDAH TRAIN

অর্থাৎ সপ্তাহের প্রথম কর্ম ব্যস্ততার দিন সোমবার সকালের দিকেও যে ট্রেন চলাচল স্বাভাবিক হবেই এমন নিশ্চয়তা নেই। সোমবার সকালেও অফিস যাত্রী বা নিত্যযাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকতে পারে। শিয়ালদহ লাইনের এই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে। তিনদিন পেরোলেও ট্রেন চলাচল শুরু হতে এখনও ঢের সময় বাকি।

আসলে ট্রেন যাত্রীদের সুবিধার জন্য এবার থেকে এই চারটি প্ল্যাটফর্মে ‌১২ কামরা ট্রেন চলাচল শুরু হবে। এতদিন এক নম্বর প্ল্যাটফর্মে মাঝেমধ্যে ১২ কামরার ট্রেন চললেও অন্যান্য চারটি প্লাটফর্মে সেই সুযোগ ছিল না। তাই ৯ কামরার ট্রেন চালানো হত। পূর্ব রেলের এই রক্ষণাবেক্ষণ শেষ হলে আগামী জুলাই মাসের শুরু থেকেই বেশিরভাগ ১২ কামরার ট্রেন চলাচল করবে শিয়ালদহ মেইন এবং উত্তর শাখায়।

আরও পড়ুন : ট্রেন দুর্ভোগ কমাতে শাটল বাস চালাবে সরকার! কোন রুটের ভাড়া কত?

Train

আরও পড়ুন : ২০ টাকায় ভরপেট খাবার! ভারতীয় রেলের এই ব্যবস্থার কথা ৯৯% মানুষ জানেন না

কিন্তু রেলের হঠাৎ এই সিদ্ধান্তে আপাতত রোজ কয়েক হাজার যাত্রীর ভোগান্তি হচ্ছে। যাত্রীরা তাই প্রচন্ড ক্ষুব্ধ। আগে থাকতে তাদের খবর না দেওয়াতে ভোগান্তি আরও বেড়েছে। এই কাজের জন্য ৮৮ টি ট্রেন বাতিল হয়েছে। ১৪৭ টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে। যাত্রীদের সমস্যা দূর করতে রাজ্য সরকারের তরফ থেকে শাটল বাসের পরিষেবা দেওয়া হচ্ছে।