হাতের কাছেই রয়েছে মিনি গোয়া! নতুন এই সমুদ্র সৈকতে না গেলেই চরম মিস

Published on:

Travel Visit To Ocean Beach In Digha

দু-তিন দিনের ছুটিতে সমুদ্রে যাওয়ার কথা ভাবছেন? ইচ্ছে আছে গোয়া দেখার? কিন্তু সময় আর সাধ্যের অভাবে হয়তো হয়ে উঠছে না। চিন্তা নেই কোনও। গোয়া যেতে না পারুন আপনার মিনি গোয়া দেখার সাধ কিন্তু পূরণ হতে পারে। না দীঘা, পুরী কিংবা মন্দারমণি নয়। আজকের এই প্রতিবেদনে রইল একেবারেই অফবিট একটি সমুদ্র সৈকতের সন্ধান যাকে বলা হয় মিনি গোয়া।

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সব মরসুমেই কার্যত দীঘা যাওয়া যেতে পারে। তবে বেশিরভাগ মানুষ কেবল দীঘাটুকু ঘুরে চলে আসেন। কিন্তু এবার যদি দীঘা যান তাহলে অবশ্যই যাবেন ওশিয়ান বিচে। বিশেষ করে এই বর্ষায় যদি দীঘা যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে ওশিয়ান বিচ রাখুন তালিকায়।

Ocean Beach

দীঘার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে এখানে পর্যটকদের ভিড়। সেই সঙ্গে এখানে একাধিক পার্ক, কফি হাউস, বিশ্ববাংলা উদ্যান, মেরিন ড্রাইভ সহ একাধিক প্রকল্প গড়ে উঠেছে। সাজানো গোছানো ওশিয়ান বিচও এখন পর্যটকদের নজর কাড়ছে। প্রিয়জনদের সঙ্গে এখানে আরামসে ছুটি কাটাতে পারবেন।

ওশিয়ান বিচে রয়েছে একটি পার্ক যেখানে ছোটদের জন্য অনেক মজাদার স্পোর্টস রয়েছে। পার্কে বিভিন্ন জায়গাতে বসার জায়গা রয়েছে। আর রয়েছে ঝাউবন এবং সমুদ্র সৈকত। ওশিয়ান বিচ বিভিন্ন আলোর মেলায় সব থেকে সুন্দর হয়ে ওঠে সন্ধ্যেবেলায়। তাই দীঘা গেলে কোনওভাবেই মিস করবেন না ওশিয়ান বিচ।

Ocean Beach

আরও পড়ুন : মাত্র ৯০ টাকায় ঘুরে আসুন দীঘা! এমন সুযোগ ছাড়লে সারা জীবন পস্তাবেন

Ocean Beach

আরও পড়ুন : মাত্র ২২৫ টাকায় রুম! এইভাবে দীঘার ট্যুর প্ল্যান করলে বেঁচে যাবে কয়েক হাজার টাকা

একাধিক ঘূর্ণিঝড়ে একসময় বিপর্যস্ত হয়ে পড়েছিল দিঘা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবার একটু একটু করে ছন্দে ফিরছে এই জায়গা। পর্যটকদের আকর্ষণ করার জন্য একাধিক নতুন প্রকল্প গড়ে উঠেছে এখানে। তার একটি অংশ হল ওশিয়ান বিচ। যারা এই জায়গাতে গিয়েছেন একমাত্র তারাই জানেন এই জায়গাকে মিনি গোয়া বললেও কিছু ভুল বলা হবে না।