মাত্র ২২৫ টাকায় রুম! এইভাবে দীঘার ট্যুর প্ল্যান করলে বেঁচে যাবে কয়েক হাজার টাকা

Published on:

How To Stay Digha At Only 225 Rupees

কোনও লম্বা ছুটি হোক কিংবা সপ্তাহ শেষে শনি ও রবিবারে সমুদ্র ঘোরার প্ল্যান হলে বাঙালি দীঘাকেই বেছে নেয় সাধারণত। সারা সপ্তাহের ক্লান্তি যেন মুছে দেয় দীঘার আবহাওয়া। এখন তো ট্রেনে মাত্র ৯০ টাকাতেই দীঘা ভ্রমণ করা যায়। সেই খবর আগেই জানিয়েছি আপনাদের। আজকের এই প্রতিবেদনে রইল খুবই কম বাজেটে দীঘায় থাকার খুঁটিনাটি নিয়ে। জেনে নিন বিস্তারিত।

কম বাজেটের মধ্যে সমুদ্র ভ্রমণের শখ থাকলে নির্দ্বিধায় দীঘা ঘুরে আসা যায়। তবে দিনে দিনে যেভাবে দীঘাতে পর্যটকদের ভিড় বাড়ছে তাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এখানকার হোটেল রুমগুলোর ভাড়া। দীঘাতে আপনি প্রচুর হোটেল পাবেন কম থেকে বেশি বাজেটের মধ্যে। কিন্তু জানেন কি দীঘাতে যে যুব আবাস রয়েছে সেখানে মাত্র ২২৫ টাকায় থাকতে পারবেন আপনি?

digha

পশ্চিমবঙ্গ সরকার পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। পর্যটন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আরেক বড় উদ্যোগ হল পশ্চিমবঙ্গ যুব আবাস। রাজ্যের বিভিন্ন জেলাতে এই যুব আবাসগুলি গড়ে তোলা হয়েছে। দীঘাতেও তার ব্যতিক্রম হয়নি। দীঘাতে যে ইউথ হোস্টেল বা যুব আবাস রয়েছে তার ভাড়া হোটেলের তুলনায় খুবই কম।

কী কী সুবিধা পাবেন?

এই যুব আবাসগুলো রাত হিসেবে ভাড়া করতে হয়। আপনি মোট তিন দিনের জন্য এরকম হোস্টেল ভাড়া করতে পারবেন। তার বেশি নয়। তবে এখানে আপনি কেবল থাকার সুবিধাই পাবেন। খাওয়ার ব্যবস্থা কোনও রেস্তোরাঁ থেকে নিতে হবে। তবে থাকার খরচ যদি কমে যায় তাহলেও তো অনেক সাশ্রয়। আপনি বন্ধুদের সঙ্গে কিংবা পরিবার নিয়ে আরামসে এরকম হোস্টেলে থাকতে পারবেন। ডরমেটরি, এসি, নন এসি, সিঙ্গেল রুম, ডবল বেড রুমের সুবিধা পাওয়া যাবে।

digha

কীভাবে বুকিং করবেন?

ইউথ হোস্টেলগুলোতে বুকিং করতে হয় অফলাইনে কিংবা অনলাইনে। অনলাইনে বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের www.youthhostelbooking.wb.gov.in ওয়েবসাইট থেকে। অফলাইনে বুকিং করতে হলে মৌলালির অফিস থেকে বুক করতে হয়। হোস্টেলে চেকিং করার সময় সকাল ৯.০০টা। চেক আউট করার সময় সকাল ৮.৩০টা।

আরও পড়ুন : মাত্র ৯০ টাকায় ঘুরে আসুন দীঘা! এমন সুযোগ ছাড়লে সারা জীবন পস্তাবেন

YOUTH HOSTLE

আরও পড়ুন : হোটেলে নয়, বেড়াতে গিয়ে এই জায়গায় থাকলে বেঁচে যাবে হাজার হাজার টাকা

কী কী করতে পারবেন না?

পশ্চিমবঙ্গের যুব আবাসগুলোতে থাকতে হলে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। যেমন এই হোস্টেলে বসে আপনি মদ্যপান বা ধূমপান করতে পারবেন না। হোস্টেলের বারান্দা থেকে ভিডিও করতে পারবেন না।