হোটেলের আলমারির মধ্যে ভুলেও রাখবেন না পোশাক! ওঁত পেতে আছে এই বিপদ

Published on:

All You Need To Know Before Using Hotel Almirah

কোথাও বেড়াতে গেলে হোটেল রুমে উঠে প্রথমেই যে কাজ করেন মানুষ সেটা হল জামা কাপড়গুলো ট্রলি থেকে বের করে হোটেলের আলমারিতে গুছিয়ে রাখা। কিন্তু এই অভ্যাস ঠিক কতটা স্বাস্থ্যসম্মত? হোটেলের আলমারি ব্যবহারের ফলে কী কী অসুবিধা হতে পারে জানেন? হোটেলের আলমারিতে যে বিপদ লুকিয়ে আছে সেই সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। জেনে নিন সেগুলো ঠিক কী কী।

হোটেলের আলমারি ব্যবহার করলে কী কী সমস্যা হয়?

ঝকঝকে তকতকে হোটেল রুম দেখলে চোখ জুড়িয়ে যাবে। কিন্তু এই ঘরের আনাচে-কানাচে এমন অনেক কীটপতঙ্গ লুকিয়ে আছে যা হয়তো আপনার চোখে পড়ছে না। হোটেল রুমের বিছানা থেকে শুরু করে আলমারি ব্যবহারের আগে তাই সাবধান হন। হোটেল রুমে বিছানা ব্যবহার করে অনেকেই ছারপোকার কামড় খেয়েছেন।

Almirah

তবে শুধু বিছানা নয়, বহু পর্যটক অভিযোগ করেছেন হোটেল রুমের আলমারি এবং ক্লোসেটের মধ্যেও তারা কীটপতঙ্গ দেখেছেন। সাধারণত এই ধরনের আলমারি এবং ক্লোসেটগুলো কাঠের তৈরি হয়। ছারপোকা এবং অন্যান্য কীটপতঙ্গ এখানে আরামসে লুকিয়ে থাকতে পারে। সেখানেই যদি আপনি আপনার জামাকাপড় রাখেন তাহলে তারা আপনার পোশাকের মধ্যে ঢুকে পড়বে।

আবার সঠিকভাবে আলমারি পরিষ্কার না করার কারণে অনেকগুলো ধুলো-ময়লাও থেকে যায়। যদি ময়লার উপরেই আপনি পোশাক রাখেন তাহলে সেগুলো পোশাকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে পরবর্তী ক্ষেত্রে ত্বকের সমস্যা, এলার্জিও হতে পারে। তাহলে উপায়? বেড়াতে গেলে পোশাক রাখবেন কোথায়?

আরও পড়ুন : সোলো ট্রিপে যেতে চান? বিপদ এড়াতে কী কী মাথায় রাখবেন মহিলারা

Almirah

আরও পড়ুন : ভারতের কোন স্টেশনের কোন খাবার বিখ্যাত? হাওড়া স্টেশনের স্পেশাল খাবার কী?

হোটেল রুমে পোশাক কোথায় রাখবেন?

সরাসরি আলমারির ব্যবহার এড়িয়ে চলুন। প্রয়োজনে আপনি যে রুকস্যাক কিংবা ট্রলি ব্যবহার করছেন তার মধ্যেই জামাকাপড় রাখুন। ঘরের বারান্দাতে কিংবা জানলার সামনে হ্যাঙ্গারের মধ্যেও পোশাক ঝুলিয়ে রাখতে পারবেন। আলমারিতে জামাকাপড় রাখতে হলে সঙ্গে ন্যাপথালিন বল কিংবা সেট্রানেল অয়েল রাখুন। এতে ছারপোকা এবং অন্যান্য কীটপতঙ্গ দূরে থাকবে।