কম বাজেটে বিদেশ ঘুরতে চান? ঘুরে আসুন ভারতের প্রতিবেশী এই দেশ থেকে

Published on:

বিদেশ যাওয়ার সাধ কার না থাকে? কিন্তু সাধ থাকলেও সব সময় সাধ্য থাকে না। তবে ভারতের আশেপাশের যে পড়শী দেশগুলো আছে সেখানে যাওয়ার প্ল্যান থাকলে কিন্তু আপনি কম বাজেটেই বিদেশ ঘোরার ইচ্ছে পূরণ করতে পারবেন। কম বাজেটের মধ্যে ঘুরে আসতে পারেন বাংলাদেশ। ভারতের পড়শী এই রাষ্ট্রে দর্শনীয় একাধিক স্থান রয়েছে।

কী কী দেখবেন?

বর্তমানে বাংলাদেশ যাওয়ার জন্য আন্তর্জাতিক সীমানা বেরোতে হবে ভারতীয়দের। সেই সঙ্গে পাসপোর্ট প্রয়োজন হবে। বাংলাদেশে অনেক প্রাচীন নিদর্শন এবং বিখ্যাত টুরিস্ট স্পট রয়েছে। এখানের সুন্দরবন, সমুদ্র সৈকত, কক্সবাজার অনেক ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত। কোথায় কোথায় যেতে পারেন দেখে নিন।

Sonargaon

সোনারগাঁ

বাংলাদেশে গেলে অবশ্যই একবার সোনারগাঁ ঘুরে আসবেন। ১৯৭৫ সালে এখানে লোক এবং হস্তশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের লোক শিল্পীদের হাতে তৈরি অন্তত ৫ হাজার নিদর্শন রয়েছে এখানে। পাহাড় দেখতে হলে এখান থেকে চলে যেতে পারেন সাজেকে। এখানে পর্যটকদের থাকার জন্য অনেক রিসোর্ট এবং কটেজ রয়েছে।

বান্দরবন

বাংলাদেশের বান্দরবন জঙ্গল এবং চা বাগানের জন্য বিখ্যাত। নীলাচল থেকে নীলগিরি, মেঘলা থেকে মিরিঞ্জা পর্যন্ত অনেক দর্শনীয় স্থান পাবেন। চা বাগান দেখতে হলে যেতে হবে শ্রীমঙ্গলে। এখানে আপনি অনেক ফাইভ স্টার হোটেল ও রিসোর্ট পাবেন।

Cox's Bazar Beach

কক্সবাজার

যদি বাংলাদেশে গিয়ে সমুদ্র সৈকত দেখতে হয় তাহলে কক্সবাজারে চলে যান। টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক পথ অ্যাডভেঞ্চার প্রেমীদের খুবই প্রিয়। এখানে অনেক পর্যটন স্থান রয়েছে।

আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় বিদেশ ভ্রমণ! মনের মত করে ঘুরে আসুন এই দেশ

Chattogram

আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার

চট্টগ্রাম

সুন্দরবনের আরেক বিখ্যাত জায়গা। এখান থেকে সূর্যাস্তের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়া মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ, কক্সবাজারের সেন্ট মার্টিন ও সিলেটের জাফলং, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউলসম্রাট ফকির লালন শাহের মাজার, ঢাকার লালবাগ কেল্লা, দিনাজপুরের কান্তজিউ মন্দির, বগুড়ার মহাস্থানগড় রয়েছে দেখার মত।