ফের এক নতুন ট্যুর প্ল্যানিং নিয়ে হাজির ভারতীয় রেল। এবার উত্তর ভারতের একাধিক তীর্থস্থান ঘুরিয়ে দেখাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন। উত্তর ভারত এবং রামলালা দর্শন ট্যুর নাম দেওয়া হয়েছে এই বিশেষ সফরের। যারা যেতে চান তারা অবিলম্বে আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুকিং করে ফেলুন। কত টাকা ভাড়া পড়বে? কোথায় কোথায় ঘুরবেন? জেনে নিন এই প্রতিবেদন থেকে।
কবে কোথা থেকে ছাড়বে ট্রেন?
ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন মাঝেমধ্যেই ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ বিশেষ ট্যুর প্যাকেজ পরিকল্পনা করে। এবার যেমন উত্তর ভারত এবং রাম মন্দির দর্শনের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা হয়েছে। আগামী ২৪শে জুন ট্রেন ছাড়বে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে।
কী কী দেখবেন?
অযোধ্যার রাম মন্দির, বৈষ্ণোদেবীর মত উত্তর ভারতের প্রখ্যাত তীর্থস্থানগুলিকে ঘুরিয়ে দেখাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন। এই টুরের মধ্যে পড়বে হরিদ্দার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন, রাম মন্দির এবং বৈষ্ণোদেবী। মোট ৬ টি তীর্থস্থান ঘুরিয়ে দেখানো হবে যাত্রীদের। মোট ৮ রাত ৯ দিনের জন্য ট্যুর প্ল্যান করা হয়েছে।
কোন কোন স্টেশনে ট্রেন থামবে?
যাত্রীদের সুবিধার্থে নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, কিষাণগঞ্জ, বারহারওয়াসহ ৭ টি স্টেশনে যাত্রীদের উঠানো এবং নামানো হবে। আগামী ২৪ শে জুন নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে ২রা জুলাই যাত্রা শেষ হবে।
কী কী সুবিধা পাবেন?
যাত্রার সময়কালে ভ্রমণার্থীদের ৫ বেলার খাবার দেওয়া হবে। খাবার থাকবে সম্পূর্ণ নিরামিষ। প্রত্যেকটি কামরায় একজন করে সিকিউরিটি, দুজন করে ক্লিনিং স্টাফ এবং একজন করে ট্যুর গাইড রাখা হবে।
আরও পড়ুন : শিয়ালদার লাইনে যাত্রীদের জন্য সুখবর, এইসব রুটে চলবে বিশেষ বাস
আরও পড়ুন : আর শিয়ালদা নয়! এবার দমদম স্টেশন থেকে ছাড়বে এই সব লোকাল ট্রেন, দেখে নিন তালিকা
ভাড়া কত লাগবে?
যদি আপনি স্লিপার নন এসি ভাড়া করতে চান তাহলে মাথাপিছু ১৭ হাজার ৯০০ টাকা ভাড়া লাগবে। থ্রি টায়ার এসিতে যদি যেতে চান তাহলে খরচ হবে ২৯ হাজার ৫০০ টাকা।