আর শিয়ালদা নয়! এবার দমদম স্টেশন থেকে ছাড়বে এই সব লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

Published on:

These Trains Will Run From Dumdum Instead Of Sealdah Station Upto Sunday

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের একাধিক ট্রেন বাতিল থাকায় চরম ভোগান্তির মুখে পড়ে গিয়েছেন যাত্রীরা। শুধু আজ নয়, এরকম অবস্থা আগামী শনিবার এবং রবিবারেও থাকবে। এই সময়ের মধ্যে শেয়ালদার বদলে দমদম থেকে ছাড়বে বেশ কিছু ট্রেন। কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায়? দেখে নিন এক নজরে।

আপাতত ৩ দিন রেলের রক্ষণাবেক্ষণের জন্য এরকম প্রায় শতাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ৯ কামরার বদলে ১২ কামরার ট্রেন চলবে এবার থেকে। সেই কারণেই শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ৮৮ টি ট্রেন বাতিল করা হয়েছে শুক্রবার। আবার ১৪৭ টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে।

SEALDAH TRAIN

এইভাবে হঠাৎ করে ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ার কারণে এখন চরম দুর্ভোগের মুখে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বেশ কিছু ট্রেন এখন শিয়ালদার বদলে দমদম থেকে ছাড়ছে। যে কারণে ঘুরে যেতে হচ্ছে যাত্রীদের। শিয়ালদহ স্টেশনের বদলে দমদম স্টেশন থেকে ছাড়বে কোন কোন ট্রেন? দেখুন এক নজরে।

কোন কোন ট্রেন শিয়ালদার বদলে দমদম স্টেশন থেকে ছাড়বে?

এই তালিকাতে রয়েছে ডানকুনি, নৌহাটি, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা, শান্তিপুর, বারুইপুর স্টেশন রোড, গেদে লোকাল। এছাড়াও তালিকাতে রয়েছে হাসনাবাদ, বারাসাত, হাবরা, বনগাঁ লোকালের মত কিছু ট্রেন যেগুলো দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

Train

আরও পড়ুন : RQWL, PQWL, GNWL আসলে কী? কোন ওয়েটিং লিস্টের কী কী সুবিধা?

Train

আরও পড়ুন : শিয়ালদার লাইনে যাত্রীদের জন্য সুখবর, এইসব রুটে চলবে বিশেষ বাস

শিয়ালদার কোন কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে?

এখন শিয়ালদার ৬, ৭, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। কিন্তু যাত্রীদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেগুলোতে। এমন কি শিয়ালদহ মেইন শাখার টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মোহাম্মদ আলী হাসান আনসারী নামের এক যুবকের মৃত্যু হয়েছে।